বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৪ এপ্রিল ২০২১
প্রার্থনা ফারদিন দীঘি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সাজে ছবি প্রকাশ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছবি দেখে অনেকে মনে করছেন তবে কি বিয়ের আসরে দীঘি?
জানা গেল বিয়ের পাত্রী হিসেবে নয়, একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছে। সেই আয়োজনে ধূসর, গোলাপিসহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় বউ সাজে ধরা দিয়েছেব নতুন এক দীঘি।
এটিই এই নায়িকার ক্যারিয়ারে প্রথম ব্রাইডাল ফটোশুট। যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, ‘প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকেই দেখেছি নামী দামি তারকারা বিয়ের ফটোশুট করেন৷ এবার নিজেও সেই সুযোগ পেলাম। ভালো ব্রান্ড আর আয়োজন ভালো হলে মডেলিংয়েও নিয়মিত থাকব।’
জানা গেছে দিঘীর সঙ্গে একটি স্বনামধন্য ফ্যাশন হাউজের মডেল হয়েছেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হকসহ আরও কয়েকজন।
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh