মোহাম্মদ আজাদ : | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
জন হাইকেন ল্যু, এনগাস কিং, মিসিসিপির রজার উইকার
কোভিড ১৯ এর ভ্যাকসিন মানব দেহে খুবই কার্যকর, তবে শতভাগ নয়। দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তিনজন সিনেটর দুই ডোজ করে ভ্যাকসিন নেয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হচ্ছেন স্টেট অফ মেইনের স্বতন্ত্র সিনেটর এনগাস কিং, মিসিসিপির রিপাবলিকান সিনেটর রজার উইকার ও কলোরাডোর ডেমোক্রেট সিনেটর জন হাইকেন ল্যু। দুই ডোজ করে ভ্যাকসিন নেয়ার পরও লোকজন কিভাবে পুনরায় আক্রান্ত হচ্ছেন সে সংক্রান্ত কোন তথ্য উপাক্ত সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর কাছে নেই। তবে কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন নামে এক সংগঠনের তথ্য অনুযায়ী দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পর যে হারে মানুষ কোভিড ১৯ এ আক্রান্ত হচ্ছেন সেই আক্রান্তের পরিমাণ ১ শতাংশের নিচে।
ডসএনএন এর এক রিপোর্ট অনুযায়ী বহু রৈাক প্রশ্ন রেখেছে যে তারা দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরও টেস্টে পজেটিভ এসেছে। এক্ষেত্রে তাদের করণীয় হিসেবে কি আইসোলেশনে থাকতে হবে? যদি তা করতে হয় তাহলে কতদিনের জন্য? তাদের পরিবারের কি করবেন? তারাও কি করোনা টেস্ট করাবেন? এসব প্রশ্নের উত্তর দিতে সিএনএন এর সঙ্গে ডা: লিয়েনা ওয়েন বলেন, কেউ যদি ভ্যাকসিন দেয়ার পরও টেটেস্ট পজেটিভ আসে তখন আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই অন্যান্য লোকজন থেকে পৃথক থাকতে হবে। কারণ আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্য যে কেউ সংক্রমিত হতে পারে। এবং আক্রান্ত ব্যক্তিকে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির যদি ২৪ ঘন্টার মধ্যে জ্বর না আসে, সেক্ষেত্রে তাকে আর বিচ্ছিন্ন থাকতে হবে না। টেস্টে পজেটিভ আসলে কোন ব্যক্তি যদি আক্রান্ত নাও হয়, তবুও তাকে সতর্কতার কারণে বিচ্ছিন্ন থাকতে হবে। পরিবারের একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে পরিবারের সকলকেই টেস্ট করাতে হবে এবং আক্রান্তকে কমপক্ষে দশ দিন বা ক্ষেত্র বিশেষে সাত দিন আইসোলেশনে থাকতে হবে এবং তখন আক্রান্ত ব্যক্তি কারো সামনে যাবেন না।
কোভিডে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এবং ভ্যাকসিন নিয়েছেন এমন ব্যক্তি কাজে যোগ দিতে পারবেন কিনা এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ডা: ওয়েন বলেন, এ ধরনের লোকজন কাজে যেতে পারবেন, তবে তাকে সবসময় মাস্ক পরে থাকতে হবে এবং অন্যান্য লোকজন থেকে দূরত্ব বজায় রাখতে হবে। দুইডোজ ভ্যাকসিন নেয়ার পর আক্রান্ত ব্যক্তির কোয়ারেনটাইন শেষ হয়েছে, এরপর কি তাকে আবারও টেস্ট করাতে হবে কিনা জানতে চাইলে ডা: ওয়েন বলেন, না, এক্ষেত্রে তাকে আর টেস্ট করাতে হবে না।
২৪ ঘন্টা যদি শরীরে জ্বর না আসে তাহলে সেই ব্যক্তি স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। বুষ্টার ডোজ বা দুই ডোজ নেয়ার ৬ মাস পর যদি তুতীয় ডোজ ভ্যাকসিন নেয়া হয়, তাহলে সেটি সংক্রমণের আশ্কংা কতটা হ্রাস করবে মর্মে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বুষ্টার ডোজ দেয়া শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে এবং কারা অগ্রাধিকার ভিত্তিতে তৃতীয় ডোজ নেবেন, সে সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যে জারি করা হয়েছে। দুই ডোজ নেয়ার ছয় মাস পর বুষ্টার ডোজ নিলে শরীরের প্রতিরোধ ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সিডিসির তথ্যানুযায়ী ভ্যাকসিন নেয়ার পর মানবদেহে অন্যান্য ভাইরাসে আক্রান্তের আশংকাও হ্রাস পায়। তবে করোনা ভাইরাসের ভ্যাকসিন যে শতভাগ কার্যকর নয় তিনি তা উল্লেখ করেছেন। তিনি বলেন, ভ্যাকসিন নেয়ার আগে কেউ আক্রান্ত হয়ে থাকলে তার শারীরিক অবস্থার যে অবনতি ঘটে ভ্যাকসিন নেয়ার পর কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার শারীরিক অবস্থার খুব অবনতি ঘটে না, বরং তার মৃত্যুর ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়।
Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh