বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৭ মে ২০২৫
অ্যাঞ্জেলিনা জোলি। ছবি : সংগৃহীত
জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৩ মে কানের ৭৮তম আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের নামি দামি সব তারকাগন পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে ঘটছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।
কানের লাল গালিচা পর্বে হাজির হচ্ছেন বিশ্বের তাবড় তাবড় অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজকসহ বিনোদন অঙ্গনের মহারথীরা। চোখ ধাঁধানো সাজে নজর কাড়ছেন সবাই। তবে এবার অ্যাঞ্জেলিনা জোলি যেন একটু বেশিই নজর কাড়লেন শুভ্র পোশাকে। দেড় যুগেরও বেশি সময় পর কানে উজ্জ্বলতা ছড়ালেন এ অভিনেত্রী।
গতকাল পরিচালক আরি অ্যাস্টার-এর নতুন চলচ্চিত্র ‘এডিংটন’ এর প্রিমিয়ার উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দীর্ঘ ১৭ বছর পর আবারও দেখা গেল অ্যাঞ্জেলিনা জোলিকে। শুভ্র পোশাকে এ সময় তিনি ছিলেন সত্যিকার অর্থেই নজরকাড়া। এবার উৎসবের ৭৮তম এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’ এ তিনি অভিনয় করছেন সম্মানজনক ভূমিকা শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে।
লাল গালিচায় জোলি হাজির হন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত। তার লুকটি পরিপূর্ণ করেন শপার্ডের হীরার গয়নায় সাজানো এক রাজকীয় সেট, যা তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh