বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত
ডানেডিনের পর ক্রাইস্টচার্চেও নিউজিল্যান্ডের সঙ্গে হারল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করে ২৭১ রানের লড়াকু পুজিই পায় বাংলাদেশ। জবাবে হ্যাগলি ওভালে রেকর্ড রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়ে কিউইরা।
এ ম্যাচেও টস ভাগ্যে বাংলাদেশের হার। শুরুতেই খোয়া যায় লিটন দাসের উইকেট। ৮১ রানের জুটিতে সেই ধাক্কা সামলে নেন তামিম-সৌম্য। ৩২ করে ফেরেন সৌম্য। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ফিফটির ফিফটি পুরো করেছেন ড্যাশিং ওপেনার তামিম। কাটা পড়েছেন ৭৮ রানে। ৩৪ রান করে ফেরেন মুশফিক। মাহমুদুল্লাহ রিয়াদও বেশিক্ষণ থাকতে পারেননি। এরপর লড়াই করেছেন মিঠুন একাই। মূলত রানের গতি বাড়ান তিনিই। বাকিরা ধীর গতির হলেও মিঠুনের ব্যাট চলছে দ্রুত। ছক্কা মেরে স্পর্শ করেন হাফসেঞ্চুরি। মিঠুনের হাফসেঞ্চুরিতে আড়াইশো পার করে বাংলাদেশ। ক্যারিয়ারের সেরা ৭৩ রান করে অপরাজিত থাকেন মিঠুন।
লড়াকু পুজি নিয়েও বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়েছে বাংলাদেশ। শুরুতে স্বাগতিকদের চেপে ধরে টাইগার বোলাররা। মুস্তাফিজ আর মাহেদী হাসানের তোপে ৫৩ রানে হারায় তিন উইকেট। এরপর বারবার সুযোগ মিস করায় খেলায় আর ফিরে আসতে পারেনি টাইগাররা। টম ল্যাথামের অপরাজিত ১১০ এবং কনওয়ের ৭২ রানে ভর করে পাঁচ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৫০ ওভারে ২৭১/৬ (তামিম ৭৮, সৌম্য ৩২, লিটন ০, মিঠুন ৭৩*, মুশফিক ৩৪, মাহমুদউল্লাহ ১৬, মেহেদি ৭, সাইফউদ্দিন ৭*; জেমিসন ১০-২-৩৬-১, বোল্ট ১০-০-৪৯-১, হেনরি ১০-৩-৪৮-১, স্যান্টনার ১০-০-৫১-২, নিশাম ৯-০-৭৩-০)।
নিউজিল্যান্ড : ৪৮.২ ওভারে ২৭৫/৫ (গাপটিল ২০, নিকোলস ১৩, কনওয়ে ৭২, উইল ইয়ং ১, ল্যাথাম ১১০*, নিশাম ৩০, মিচেল ১২*; তাসকিন ১০-০-৬৭-০, সাইফউদ্দিন ৭.২-০-৪৩-০, মুস্তাফিজ ৮.৩-০-৬২-২, মেহেদি ১০-০-৪২-২, মিঠুন ২-০-১২-০, মিরাজ ১০-১-৩৮-০)।
ফল : পাঁচ উইকেটে জয়ী নিউজিল্যান্ড।
সিরিজ : ২-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh