নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
শোটাইম মিউজিকের আয়োজনে গত ২৩ জুলাই রোববার জ্যামাইকার অ্যামাজুরা হলে নগরবাউল খ্যাত জেমসের এ বছরের শেষ লাইভ ইন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কনসার্টে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তদের মাতিয়ে রাখেন তাদের ‘গুরু’ জেমস। কনসার্টে জেমস একটানা ১৩টি জনপ্রিয় গান পরিবেশন করেন।
এ অনুষ্ঠানে রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন জামিল, সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট নাসরিন আহমেদ এং বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন জেমস। এই চারজন ছাড়াও প্রিমিয়াম সুপারমার্কেট এ অনুষ্ঠানের অন্যতম স্পন্সর ছিল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, জেমস তরুণ প্রজন্মের ক্রেজ। তার সবগুলো কনসার্ট সফল হয়েছে। আরো চাহিদা ছিল। কিন্তু ৩১ জুলাই জেমস দেশে ফিরে যাবেন। এ কারণে নতুন করে যুক্তরাষ্ট্রে এ বছর আর শো হবে না।
তিনি বলেন, গত প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন জেমস।
প্রতিটি কনসার্টে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। গত ৪ জুন রোববার নিউইয়র্কের অ্যামাজুরা হলে অনুষ্ঠিত কনসার্টে ভক্তদের তিলধারণের ঠাঁই ছিল না। পরবর্তীতে গত ২৫ জুন রোববার রাতে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে গান পরিবেশন করেন জেমস। কিন্তু ভক্তদের তৃষ্ণা যেন মিটছেই না। সর্বশেষ কনসার্টে ভক্তদের গান শুনিয়ে তৃপ্ত করেন জেমস।
আগামী ২৮ জুলাই শুক্রবার জ্যামাইকার আশা হোমকেয়ারে শোটাইম মিউজিকের আয়োজনে একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতশিল্পী অনিমা রায়। অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের জন্য।
এছাড়া আগামী ৪ আগস্ট শুক্রবার নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে শোটাইম মিউজিকের একটি কাওয়ালি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন আলমগীর খান আলম।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh