বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৭ মার্চ ২০২১
গৌরী খান
বলিউডের ফার্স্ট লেডি শাহরুখ পত্নী গৌরী খান। তবে এই পরিচয়ের বাইরেও নিজস্ব পরিচয় রয়েছে তার। ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবেও নিজের একক পরিচয় গড়ে তুলে চলেছেন তিনি।
সম্প্রতি, ডিজাইনার ব্র্যান্ড ‘ফাল্গুনী শানে পিকক’-এর জন্য ফটোশুটে নজর কাড়লেন গৌরী। ‘ফাল্গুনী শানে পিকক’-ম্যাগজিনের কভারে উঠে এসেছেন তিনি। ‘ফাল্গুনী শানে পিকক’-এর জন্য ফটোশুটের কিছু ছবি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন তিনি। ক্যাপসনে লিখেছেন-শুটিংয়ের সময় উন্মাদনা মিস করছি। বি-টাউনে বরাবরই লাজুক-বলেই পরিচিত গৌরী খান।
যেকারণে একসময় শাহরুখের বিপরীতে ছবি করার বহু প্রস্তাবও ফিরিয়েছেন। তবে আজকাল মাঝে-মধ্যেই ফটোশুটে দেখা যায়।
Posted ৭:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh