বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
বিতর্ক যেন পিছুই ছাড়ে না সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। কখনও স্টেজে মাতলামি, কখনও কটূক্তির অভিযোগ আবার কখনওবা ব্যক্তিজীবন প্রসঙ্গ। এমন নানা বিষয়ে প্রায়ই আলোচনায় এসেছেন তিনি। এবার ফেসবুকে নতুন প্রেমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে আলোচনায় এই গায়ক। প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই অন্য নারীর প্রেমে মজেছেন তিনি। ১৯ নভেম্বর (রোববার) রাতে নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন নোবেল নিজেই। ফেসবুকে সামনে এনেছেন দুজনের অন্তরঙ্গ মুহূর্তের দুটি ছবি। এরপর থেকেই নেটিজেনদের কৌতূহল তার নতুন প্রেমিকাকে নিয়ে। কে তিনি? সেই কথা জানার আগ্রহ অনেকের।
এমন প্রশ্নের উত্তরে মোটেও বিচলিত না এই গায়ক। নিজেই এক ভক্তকে জানান, মেয়েটির নাম আরিশা। তিনি তাদের ভাবি। গায়কের এমন মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, আবারও প্রেমে মজেছেন তিনি। এমনকি নতুন প্রেমিকার নামও পোস্টে মেনশন করেছেন নোবেল।
জানা যায়, প্রেমিকার নাম আরিশা। তার বাড়ি খুলনায়। ফেসবুকেই দুজনের পরিচয়। এরপর আলাপচারিতায় একে অন্যকে ভালো লাগে তাদের। একাধিকবার দেখাও করেছেন তারা। সময় কাটিয়েছেন একে অন্যের সঙ্গে।
উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জি বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। একই বছর সালসাবিল নামের একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কিন্তু কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়েছে। তারপরই এবার নতুন প্রেমে মজেছেন গায়ক।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh