বাংলাদেশ অনলাইন : | রবিবার, ৩০ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
সিনেমায় চরিত্রের জন্য অভিনয় শিল্পীদের বিভিন্ন খোলসে দেখা যায়। পর্দায় প্রতিনিয়ত তারা নতুন নতুন রূপে হাজির হন। বিভিন্ন চরিত্রে মানিয়ে নিয়েই নিজেকে নিয়ে চলেন অনন্য উচ্চতায়। সেই পথেই হাঁটছেন টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া।
বার বার হাজির হচ্ছেন নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে। পরিচালক রাম কমলের সঙ্গে জুটি বেঁধে নটী বিনোদিনীর মতো ঐতিহাসিক চরিত্রে নিজেকে খাপ খাইয়েছেন। অন্যদিকে পরিচালক বিরশা দাশগুপ্তর ‘বোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে ‘সত্যবতী’। আর এবার আরও বড় চমক দিতে নয়া রূপে আসতে চলেছেন রুক্মিণী। আবারো তাকে নিয়ে ছবি বানাতে চলেছেন রাম কমল। এবার মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র দ্রৌপদীকে নিয়ে আসছেন।
এবার দ্রৌপদী হয়ে উঠবেন রুক্মিণী। অভিনেত্রী জানান, রাম কমল অনেকদিন ধরেই চাইছিলেন দ্রৌপদীকে নিয়ে ছবি করবেন। তবে সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। মহাভারতের দ্রৌপদী চরিত্রটি অসামান্য। প্রচুর শেডস রয়েছে। বিনোদিনীর পর আমার কাছে এটা আরেকটা চ্যালেঞ্জিং চরিত্র। লেখক প্রতিভা রায়ের পুরস্কারপ্রাপ্ত উপন্যাস যাজ্ঞসেনী থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে রাম কমলের ‘দ্রৌপদী’। পরিচালকের কথায়, এই ছবির শুটিং শুরু হওয়ার আগে অন্তত চার মাস আরও রিসার্চ করতে হবে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh