বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
ছবি : সংগৃহীত
আনন্দ শোভাযাত্রায় সামিল হয়ে বাংলা বছরের প্রথম দিনটি বরণ করে নিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ সকালে তারা র্যালিতে অংশগ্রহণ করেন এবং সকলের সঙ্গে নববর্ষে উদযাপন করেন। সমবেত কণ্ঠে জানান দেন অসাম্প্রদায়িক এক বাংলাদেশ বিনির্মাণের।
সংষ্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এই আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলারদের প্রায় সবাই। ফুটবল অঙ্গনের তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানাতে ভুল করেনিনি শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষ।
স্মৃতি ধরে রাখতে অনেকেই মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেন নিজেদের। এক পর্যায়ে নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উল্লেখ্য, টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয়েছে।
Posted ৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh