সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উৎসবমুখর বনভোজন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উৎসবমুখর বনভোজন

উৎসবমুখর পরিবেশে প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন গত ১০ আগস্ট রোববার লং আইল্যান্ডের বেলমন্ড লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। বনভোজনস্থল এক স্বপ্নের প্রবাসী নরসিংদীবাসীর মহা মিলনমেলায় পরিণত হয়। লেকের ধারে প্রাকৃতিক পরিবেশে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। এ যেন এক ছোট্ট নরসিংদী। এই ভালো লাগার ভাষা মুখে প্রকাশ করে শেষ করা যাবে না। সবার মুখে হাসি, হইহুল্লোড় আর আড্ডা। ছোট বাচ্চাদের আনন্দ-উল্লাস আর ছোটাছুটি সে এক অন্য রকম অনুভূতি। সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠরাও খোলা জায়গায় তাদের অনেক দিনের পুরোনো বন্ধু/বান্ধবীদের পেয়ে মহা খুশি।


সংগঠনের সভাপতি আখতার বাবুল বলেন, বাসে করে সকাল ১০টায় আমরা রওনা দিই। গান-বাজনার তালে তালে আনন্দ করতে করতে সকাল ১১টায় আমাদের কাক্সিক্ষত পিকনিক পাইন প্যাভিলনে পৌঁছাই। শুরু হয় নাশতা পর্ব। নাশতায় ছিল কলা, ক্রসেন্ট, জুস ও মজাদার চা। পরিবেশন করেন সোসাইটির কর্মকর্তা বাবুল, আমিনুল, আমজাদ, নূরু, রাশেদ, রহমতউল্লাহসহ অনেকে। চা-চক্রের দায়িত্বে ছিল পেনিস মারছোলনো ও ডেবিড। বেলা সাড়ে বারোটায় প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাইবোন ট্রেনিং একাডেমির সিইও এম নোমান। উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংগঠনের চেয়ারম্যান আলহাজ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বীর মুক্তিযোদ্ধা। গেস্ট অব অনার ছিলেন আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এবং প্রাণ আরএফএল গ্রুপের কান্ট্রি ম্যানেজার শহিদুল আনাম।

বনভোজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আখতার বাবুল, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, পিকনিক কমিটির আহ্বায়ক (সিনিয়র সহসভাপতি) কাজী আমজাদ হোসেন, প্রধান সমন্বয়কারী (পরিচালক) প্রফেসর রবীন্দ্র চন্দ্র বর্মণ, সদস্যসচিব (যুগ্ম সাধারণ সম্পাদক) মো. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক (পরিচালক) মো. সুলতান উদ্দিন আহমদ, যুগ্ম সদস্যসচিব মো. সেলিম সরকার (কোষাধ্যক্ষ), পরিচালক ডা. শেখ ইউসুফ, সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক কাজী মোগল হোসেন, মহিলা সম্পাদক শিউলী আক্তার ও সদস্য মো. মাসুদ মিয়া। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম উসমান গনি, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন রাসেল, জ্যামাইকা থিয়েটারের সভাপতি শেখ হায়দার আলী ও সাধারণ সম্পাদক মিসেস ফারহানা আমান নূপুর, দিপালী, দিলীপসহ আরও অনেকে।


এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা ইনকের সভাপতি কাজী আছাদ উল্লাহ, সাবেক সভাপতি প্রফেসর মনির হোসেন, সাবেক সভাপতি মহি উদ্দিন, প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক কো-চেয়ারম্যান ফিরোজ আহমেদ, নরসিংদীর গর্ব শিল্পপতি হজরত আলী মুন্সির ছেলে আব্দুল মতিন ও তার স্ত্রী খুকী, নরসিংদীর কৃতীসন্তান জিয়া, ইঞ্জিনিয়ার কবির ও বেঙ্গল হোম কেয়ারের সিইও জামিল আহমেদ। আরও উপস্থিত ছিলেন কুইন্স প্যালেসের স্বত্বাধিকারী মিসেস রাবু, বিশিষ্ট রিয়েলটর ইনভেস্টরস আরিফ হোসেন, জাহান, রাসেদুল হাসান, আলী আসাদ, রহমতউল্লাহ, আমজাদ হোসেন, তুর্জ প্রমুখ। বেলা একটার পর শুরু হয় সুস্বাদু মিষ্টি তরমুজ পরিবেশন। তরমুজ পরিবেশন করেন রহমতউল্লাহ, আমজাদ, তুর্জ, আমিনুল ও মোগল হোসেন। দেড়টায় শুরু হয় ছোট সোনামণি ও বড়দের খেলাধুলা পর্ব। পরিচালনায় ছিলেন কাজী আমজাদ হোসেন। সহযোগিতায় ছিলেন আনিস, জালাল মাস্টার, আমিনুল ও রহমতউল্লাহ। বেলা আড়াইটায় দুপুরের খাবার পরিবেশন করা হয়। সৌজন্যে ছিলেন ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের খোকন। খাবারের মেন্যুতে ছিল সাদা ভাত, পোলাও, মুরগির রোস্ট, গরুর কারি, খাসির রেজালা, লাউচিংড়ি, লইট্টা শুঁটকি ভুনা, সবজি ও গোলাপজাম। পরিবেশনায় ছিলেন মহিউদ্দিন, রহমতউল্লাহ, আমিনুল, কাজী মোগল হোসেন, রাসেদুল হাসান, আলী আসাদ, আমজাদ হোসেন ও তুর্জ। সংগঠনের গ্র্যান্ড স্পনসর ছিলেন নরসিংদীর কৃতীসন্তান গেস্ট অব অনার শহিদুল আনাম। প্রাণ কোম্পানির সৌজন্যে ছিল চিপস, জুস ও মজাদার ম্যাঙ্গো। খাবারের পর মুরব্বিদের মধ্যে পান বিতরণ করা হয়। পরিবেশনায় ছিলেন মহিলা সম্পাদিকা শিউলী আক্তার।

বেলা তিনটা থেকে গানে গানে মাতিয়ে তোলেন প্রবাসের অত্যন্ত জনপ্রিয় বিউটি কুইন রোকসানা মির্জা, সঙ্গে ছিলেন প্রবাসের আরেক জনপ্রিয় শিল্পী নির্জন। দুজনের ডুয়েট গানের সঙ্গে উপস্থিত সবাই নেচে-গেয়ে উল্লাসে মাতিয়ে তোলেন পুরো বনভোজনস্থল। বিকেল পাঁচটায় আবারও চায়ের আয়োজন এবং মজাদার ঝালমুড়ি। পরিবেশনে ছিলেন রহমতউল্লাহ, আমজাদ, রাশেদ, মোগল ও তুর্জ। খেলাধুলার মধ্যে ছিল দৌড়, অন্ধের পাতিল ভাঙা, দূরত্ব নিক্ষেপ ও বালিশ খেলা। বিকেল ছয়টায় শুরু হয় বালিশ খেলা। পরিচালনায় ছিলেন কাজী আমজাদ, কাজী মোগল, আনিস ও আমিনুল। তারপর শুরু হয় সংগঠনের ম্যাগাজিন উদ্বোধনের কাজ। ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন চেয়ারম্যান আলহাজ মেজবাহ উদ্দিন, সঙ্গে ছিলেন সভাপতি আখতার বাবুল, সাধারণ সম্পাদক আমিনুল হক, আহ্বায়ক কাজী আমজাদসহ অনেকে। এরপর সবার মাঝে উপহার বিতরণ করা হয়। বিকেল সাতটায় খেলাধুলার পুরস্কার বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ মেজবাহ উদ্দিন, সভাপতি আখতার বাবুল, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, কাজী মোগল হোসেন ও আনিস।


দিনব্যাপী চলে আকর্ষণীয় র‌্যাফল ড্র। প্রথম পুরস্কার স্বর্ণের গহনা বিজয়ী হন শিবলী নোমান ও মিসেস শিবলী, সৌজন্যে আকাশ রহমান, আশা হোম কেয়ার। দ্বিতীয় পুরস্কার এয়ার টিকিট বিজয়ী হন এম নোমান, সৌজন্যে ফখরুল ইসলাম দেলোয়ার ও আল আমিন সুমন। তৃতীয় পুরস্কার ছিল ৬৫ ইঞ্চি টেলিভিশন। বিজয়ী হন জাহান, সৌজন্যে ছিলেন এম কামাল (সিপিএ)। চতুর্থ পুরস্কার ছিল আই ফোন-১২, বিজয়ী রিফাত রহমান। এ ছাড়া আরও অনেক পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে মুরব্বিদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয় এবং ছোট ছোট বাচ্চাদের ফ্রি খেলনা দেওয়া হয়।দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক। তাকে সহযোগিতা করেন সভাপতি আখতার বাবুল ও কাজী মোগল হোসেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বনভোজনের পরিসমাপ্তি হয়।

advertisement

Posted ৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.