বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
পুরোনো ছবি
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। নারী ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ভারত হলেও রাজনৈতিক উত্তাপের কারণে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। এমনকি ভারতসহ অন্য দলগুলোকেও পাকিস্তানের বিপক্ষে খেলতে কলম্বো যেতে হবে। এছাড়া, পাকিস্তান ফাইনালে উঠলে ভারতীয় দর্শকরা ঘরের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ থেকে বঞ্চিত হবেন, কারণ সেক্ষেত্রে ফাইনালও কলম্বোয় অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আট দল (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান) নিয়ে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। লিগ পর্বের ২৮টি ম্যাচ শেষে সেরা চারে থাকা দলগুলো ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া সেমিফাইনালের টিকিট পাবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। পরদিন ইন্দোরে খেলবে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। টাইগ্রেসদের পরের ম্যাচ ৭ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। ভাইজাগে নিজেদের তৃতীয় ম্যাচে ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। একই ভেন্যুতে ১৩ ও ১৬ অক্টোবর নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ ম্যাচ খেলতে ফের শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। ২০ অক্টোবর কলম্বোতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, ভারতের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুতে।
২৯ ও ৩০ অক্টোবর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, যার ভেন্যু গুয়াহাটি ও বেঙ্গালুরু এবং ২ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। তবে, পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে উত্তীর্ণ হয় তাহলে সেই ম্যাচ দুটিও শ্রীলঙ্কার কলম্বোতে স্থানান্তরিত হবে।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh