বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
নিউইয়র্ক সিটিতে যেসব প্রতিষ্ঠান করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়ার দায়িত্ব পালন করছে, তারা ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) নির্ধারিত অগ্রাধিকার লংঘন করে ভ্যাকসিনি দিচ্ছে কিনা স্টেট কর্তৃপক্ষ তা তদন্ত করছে। প্রথম পর্যায়ে যাদেরকে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অতি ঝুঁকিতে থাকা চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি, নার্সিং হোমগুলোতে দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণকারী এবং পচাত্তরোর্ধ বয়সীদের অগ্রাধিকার স্থির করে দেয়া হলেও অনেক চিকিৎসা স্থাপনা এ অগ্রাধিকার লংঘন করে তাদের মর্জি অনুযায়ী ভ্যাকসিন দিচ্ছে জানার পর এ তদন্তের ব্যবস্থা করা হয়েছ্।ে গত শনিবার নিউইয়র্ক ষ্টেটের হেলথ কমিশনার ডা: হাওয়ার্ড জুকার বলেছেন যে, যদি কোন ক্লিনিক প্রতারণামূলকভাবে ভ্যাকসিন সংগ্রহ করে তা ষ্টেটের বিভিন্ন এলাকায় তাদের স্থাপনায় সরবরাহ করে থাকে এবং সাধারণ মানুষকে তা দেয়ার ব্যবস্থা করে থাকে তাহলে তা ষ্টেটের বেঁধে দেয়া গাইডলাইনের পরিপন্থী এবং তদন্তে তা প্রমাণিত হতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ পুলিশের সহযোগিতা গ্রহণ করছে বলে তিনি জানান।
যেসব ক্লিনিকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তাদের মধ্যে ‘পারকেয়ার কমিউনিটি হেলথ নেটওয়ার্ক’ অন্যতম, যাদের ম্যানহাটান, ব্রুকলিন এবং সিটির উত্তর-পশ্চিম দিকে কিরইয়াস জোয়েল নামে একটি গ্রামে চিকিৎসা কেন্দ্র রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে বের হয়েছে এসেছে যে, পারকেয়ার কমিউনিটি হেলথকেয়ার নেটওয়ার্কের রোগীদের অনেকেই গোঁড়া ইহুদি, সিটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ধর্মীয় সম্প্রদায় হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলেও নিউইয়র্ক পোষ্টের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাছাড়া সিটির সহায়তায় পারকেয়ার নেটওয়ার্কের ক্লিনিকগুলো প্রধানত গোঁড়া ইহুদি বসবাসকারী এলাকায় বিনামূল্যে করোনা ভাইরাসের সনাক্তকরণ পরীক্ষা করছে।
পারকেয়ার তাদের টুইটার একাউন্টে এক বয়স্ক রাবাইকে ভ্যাকসিন দেয়ার ছবি প্রকাশ করেছে এবং ‘রাবানিক্যাল এলায়েন্স অফ আমেরিকা টুইটারে দেয়া এক ছবিতে পারকেয়ার এর চিফ এক্সিকিউটিভ গ্যারি স্লেসিংগারের ভ্যাকসিন নেয়ার ছবি দিয়ে তাঁর ভ্যাকসিন নেয়ার কথা জানিয়েছে। কিন্তু স্টেট হেলথ ডিপার্টমেন্ট তদন্ত শুরু করার ঘোষণা দেয়ার পর টুইটার একাউন্ট থেকে ছবি মুছে ফেলা হয়েছে। কিন্তু পারকেয়ারের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে গ্যারি স্লেসিংগার ভ্যাকসিন গ্রহণ করেছেন, কারণ তিনি প্রতিদিন ক্লিনিকে কাজ করেন। তিনি বলেছেন যে, তার প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের বিধি ও সিডিিিস’র নির্দেশনা অনুসরণ করেই মরডানা থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ করেছে এবং সিডিসি নির্ধারিত অগ্রাধিকার মেনে ভ্যাকসিন দিচ্ছে। তবে তদন্তের প্রয়োজনে তারা সংগৃহীত ভ্যাকসিন স্বাস্থ্য বিভাগের কাছে ফেরত দিয়েছে। তিনি ২,৩০০ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা জানান, যার মধ্যে ৮৫০টির বেশি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
নিউইয়র্কে লং আইল্যান্ড মেডিকেল সেন্টারে সর্বপ্রথম ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করার পর গত ১৬ ডিসেম্বর পারকেয়ারের টুইটারে ভ্যাকসিনের বিজ্ঞপ্তি আপলোড করা হয়, এবং এতে বলা হয় যে, “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করা হবে এবং সেজন্য অনলাইনে নাম রেজিষ্ট্রি করার জন্য বলা হয়। বিজ্ঞপ্তি আরো বলা হয় যে, ফুড এন্ড ড্রাগ এডমিনিষ্ট্রেশন পারকেয়ারকে অনুমতি দিয়েছে ভ্যাকসিন দেয়ার জন্য। কিন্তু নিউইয়র্ক স্টেটে ভ্যাকসিন বন্টনের দায়িত্বে নিয়োজিত রয়েছে স্টেট গভর্নর এন্ড্রু ক্যুমোর প্রশাসন। কিছু হেলথ ক্লিনিক ভ্যাকসিন পেলেও তা অগ্রাধিকার গ্রুপের বাইরে কাউকে দেয়ার এখতিয়ার প্রদান করা হয়নি। ব্রুকলিনে গোঁড়া ইহুদি কমিউনিটির সদস্যরা ধর্মীয় সমাবেশের উপর সরকারি বিধিনিষেধ আরোপ করার প্রতিবাদ জানিয়েছে এবং বিয়ে ও মৃতের সৎকারে বিপুল সংখ্যায় সমবেত হচ্ছে, যা সিটিতে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একটি কারণ বলে সংশ্লিষ্টরা মনে করেন। গোঁড়া ইহুদি ও ক্যাথলিক খ্রিস্টানদের পক্ষ থেকে ক্যুমোর বিরুদ্ধে মামলা দায়ের করলে গত নভেম্বরে ইউএস সুপ্রীম কোর্ট রুলিং দেয় যে, ধর্মীয় অনুষ্ঠানে সমাবেশের আকারের উপর গভর্নরের বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর লংঘন।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh