বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
ছবি : সংগৃহীত
মহামারি করোনায় নিউইয়র্কে প্রায় ৫০ হাজার মৃত্যু অতিক্রম করেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৮ মার্চ বিকেল পর্যন্ত এম্পায়ার স্টেট ভাইরাস থেকে কমপক্ষে ৪৯,৯২৮ জন মৃত্যুর রেকর্ড করেছে। নিউইয়র্ক পোস্ট সপ্তাহে দৈনিক গড়ে প্রায় ৭৬ জন মারা যাওয়ার কারণে, রাজ্য এই সপ্তাহে মাইলফলককে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যালিফোর্নিয়াতেই বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
এখানে নিউইয়র্কের প্রায় দ্বিগুণ জনসংখ্যা রয়েছে বলে নিউইয়র্ক পোস্ট প্রকাশিত রিপোর্ট বলা হয়েছে। নিউইয়র্ক বিশ্বব্যাপী মহামারীর কেন্দ্রস্থল হওয়ার এক বছর পরে এই টোলটি আসে। স্টেটে ভাইরাসটি আসার পর থেকে সেখানে ১.৮ মিলিয়নেরও বেশি আক্রান্ত হওয়া নিশ্চিত করা হয়েছে।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh