বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
ছবি : সংগৃহীত
সাম্প্রতিক সময়ে ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডজুড়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সিটি মেয়র বিল ডি ব্লাজিও গত সোমবার ঘোষণা করেছেন যে সিটির প্রধান রাস্তাগুলোতে যানবাহনের গতিসীমা হবে ঘন্টায় ৪৫ মাইল। গতিসীমা লংঘনকারী গাড়ি চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্দেশে ৭৭টি প্রিসিঙ্কট জুড়ে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সপ্তাহব্যাপী পথচারি ও বাইকচালকদের নিরাপত্তা নিশ্চিতকরণ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিল ব্লাজিও বলেছেন, ‘ভিশন জিরো’ নিউইয়র্ক সিটির সড়ক নিরাপত্তায় বিপ্লব এনেছে। কিন্তু প্রতিটি নিউইয়র্কার রাস্তায় নিরাপদ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি সমাপ্ত হবে না। আমরা গাড়িচালকদের বলছি গতিসীমা মেনে গাড়ি চালাতে এবং তা নিশ্চিত করার জন্য এনওয়াইপিডি’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি, যাতে বিপজ্জনক চালকদের দায়ী করা করা যায় এবং সিটিবাসীর জীবন নিরাপদ করা সম্ভব হয়।
ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সিটিজুড়ে ১১টি করিডোরে গাড়ির গতিসীমা ঘন্টায় ৫ মাইল করে হ্রাস করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ২৫ মাইল। কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডে নতুন যে করিডোরগুলোতে গতিসীমা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর মোট দৈর্ঘ্য ৪৫ মাইল। যেমন ব্রঙ্কসে পেলহাম পার্কওয়েতে হোয়াইট প্লেইনস থেকে স্টিলওয়েল এভিনিউ পর্যন্ত ১.৬ মাইল রাস্তায় গাড়ির গতিবেগ ৩০ মাইল থেকে ২৫ মাইলে হ্রাস করা হয়েছে। একইভাবে ব্রঙ্কসের থ্রগসনেক এক্সওয়ে, কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ড, ক্রসবে বুলেভার্ড, এস্টোরিয়া বুলেভার্ড, ভ্যানউইক সার্ভিস রোড, সাউথ কনড্যুইট এভিনিউ, নর্থ কনড্যুইট এভিনিউ, ব্রুকলিনে কনড্যুইট বুলেভার্ড ও স্ট্যাটেন আইল্যান্ডে হাইল্যান বুলেভার্ডে নির্ধারিত এলাকা পর্যন্ত গতিবেগ কোথায়ও ৩০ মাইল থেকে ২৫ মাইল, আবার কোথায়ও ৩৫ মাইল থেকে ৩০ মাইলে নামিয়ে আনা হয়েছে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার বলেছেন, ৩০ মাইল বেগে চলা গাড়ির নিচে পড়লে অথবা ধাক্কা খেলে একজন মানুষের মৃত্যুর যতটা ঝুঁকি, ২৫ মাইল বেগের গাড়ির ধাক্কা অথবা নীচে পড়লে তার চেয়ে মরার আশংকা কম। গতিবেগ হ্রাসের পরিকল্পনা সিটিবাসীর জীবন রক্ষার জন্যদ। নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী ২০২১ সালের ৬ মে পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭২ জন নিহত হয়েছে, ২০২০ এ একই সময়ে তা ছিল ৫৬ জন। সড়কে যানবাহনের গতি হ্রাস উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশের ট্র্যান্সপোর্টেশন চীফ কিম রয়েস্টার বলেন, গতিসীমা লংঘন করলেই জরিমানার টিকিটসহ ড্রাইভিংয়ের পয়েন্ট কাটার ব্যবস্থা নেয়া হবে। গতিসীমা লংঘনের একাধিক অপরাধে জড়িতদের গ্রেফতারের বিধিও শতভাগ কার্যকর করা হবে। উল্লেখ্য, চলতি বছরের মধ্যে নিউইয়র্ক সিটিতে স্থাপিত স্পিড ক্যামেরার সংখ্যা দাঁড়াবে দুই হাজার। এর ফলে বিশ্বে যে কোন সিটির তুলনায় সর্বোচ্চ সংখ্যক স্পিড ক্যামেরার সিটিতে পরিণত হবে নিউইয়র্ক সিটি।
Posted ৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh