বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২০ জুন ২০২৫
প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত
ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকাদের একজন প্রার্থনা ফারদিন দীঘি। শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারের যুক্ত হয়েছে নতুন নতুন চলচ্চিত্র; সঙ্গে নিজেকে গড়ে তুলছেন নায়িকা হিসেবেই। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত ‘জংলি’ চলচ্চিত্রে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে দীঘিকে দেখা যায়। এরপর তাকে আর কোনো নতুন কাজে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকাদের পাশাপাশি দীঘি রয়েছেন বেশ দাপুটে অবস্থানে।
এদিকে পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন এই অভিনেত্রী।
তারই ধারায় শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করলেন। তাতে দেখা যায়, একটি নীল-সোনালী গাউন পরেছেন দীঘি। তবে আগের তুলনায় দীঘি এবারের উপস্থিতি ছিল অনেকটা সাহসী। এ সময় খানিকটা খোলামেলা অবস্থায় দেখা যায় তাকে। দীঘির এই মোহনীয়-আবেদনময়ী লুক যে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে ভক্তদের মাঝে, তা আর বলার বাকি রাখে না।
বর্তমানে দীঘির সিনেমার ব্যস্ততা একেবারে কম নয়। শোনা যাচ্ছে, অভিনেতা মামনুন ইমনের বিপরীতে একটি নতুন চলচ্চিত্রে তাকে দেখা যাবে। খবর অনুযায়ী, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ এবার বড় পর্দায় আসছে। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি গল্পের নামেই নির্মিত হবে।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh