বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
ডোনাল্ড ট্রাম্প (বাঁ দিক থেকে), গ্রেটা থুনবার্গ ও অ্যালেক্সেই ন্যাভলনি
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের নাম সুপারিশ করা হয়েছে সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। এছাড়া পরিবেশ আন্দোলনের আলোচিত কর্মী গ্রেটা থুনবার্গ ও রাশিয়ার বিক্ষুব্ধ নেতা অ্যালেক্সেই ন্যাভলনিও এর নামও রয়েছে।
মার্কিন গণমাধ্যম ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়, এই তিন জন ছাড়াও আরও যাদের নাম রয়েছে তারা হলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও তার ‘কোভ্যাক্স’ কর্মসূচি এবং ‘ন্যাটো’ জোটের নাম। মনোনয়ন পেয়েছে জাতিসংঘের শরণার্থী সংগঠন ‘ইউএনএইচসিআর’-এরও।
৩১ জানুয়ারি (রবিবার) ছিল নোবেল কমিটির কাছে মনোনয়ন জমা পড়ার শেষ দিন। নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh