বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
পরিনীতি চোপড়া
২০১১ সালে যখন লেডিস ভার্সেস রিকি বহল ছবি দিয়ে বলিটাউনে পা রাখলেন পরিনীতি চোপড়া, তখন কে জানতো ওই মিষ্টি-গুবলুগাবলু মেয়েটিই একদিন ধামাক তৈরি করবেন।
পরিনীতি চোপড়া
তুখড় অভিনয় তো ছিলোই, এবার সুন্দরী বোবা ফাটালেন ফটোশুট দিয়ে। সম্প্রতি টপলেস অবতারে ছবি তুলে ঝড় তুললেন পরিনীতি। কাজের জায়গাতেও তিনি একের পর এক ঝড় তুলছেন। আগামীতে তার দেখা মিলবে সাইনা নেহওয়ালের বায়োপিকে। ডাব্বু রতনানির ফোটোশুটে নগ্ন অবস্থায় ধরা দিলেন পরিনীতি। একটি হলুদ হলুদ রঙের হাতে ঠেলা গাড়িতে বসে থাকতে দেখা যায় তাকে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করেন ডাব্বু। ক্যাশনে লিখেছেন, ‘Hitch Your Wagon To A Star!’
গত বছর অভিনেত্রী কিয়ারা আদভানির টপলেস ফটোশুট করেছিলেন।
Posted ৬:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh