বিনোদন ডেস্ক : | রবিবার, ২১ জুন ২০২০
বছর কয়েক হয় বিচ্ছেদ হয়েছে। অ্যাঞ্জেলিনা জোলি-ব্রাড পিট জুটির আলাদা হওয়া নিয়ে নানা সময়ে নানা তত্ত্ব এসেছে গণমাধ্যমে। কখনো ব্রাডের মাদকাসক্তি, কখনো বা তাঁর অন্য সম্পর্কের কথা। কিন্তু পিট বা জোলি কেউই মূল ঘটনা নিয়ে মুখ খোলেননি। বিচ্ছেদের চার বছর পর ‘ভোগ গ্লোবাল নেটওয়ার্ক’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন জোলি। তবে প্রচলিত থিওরিগুলো স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি, ‘যা করেছি পরিবারের ভালোর জন্যই করেছি- এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত ছিল।’
বিচ্ছেদের পর গণমাধ্যমে যেসব খবর এসেছে সেগুলো ব্রাডের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছ বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে সন্তানদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন ব্রাড। সেটা যে ডাহা মিথ্যা ছিল, পরোক্ষে সেটাও বলেন জোলি, ‘কেউ কেউ আমার চুপ থাকার সুযোগ নিয়েছে, বাচ্চারাও দেখেছে তাদের নিয়ে ভুল খবর এসেছে। তবে প্রকৃত সত্য তারা ভালোই জানে। আমার ছয় সন্তান অবশ্য খুবই শক্ত, খুব সাহসী।’
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh