বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৬ মে ২০২৫
ছবি : সংগৃহীত
পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে টানা ১৯ দিনের উত্তেজনা ও হামলার পর গত ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় পার্শ্ববর্তী দেশ দুইটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ও সিন্ধুর পানি চুক্তি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। এ অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর । দ্য ডন, জিও নিউজ।
আজ বৃহস্পতিবার রাতেসিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্রধারী দেশ দুইটির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকের (ডিজিএমও) মধ্যে প্রথম দফায় আলোচনা হয়। গত ১০ মে হটলাইনের মাধ্যমে সেই কথোপকথনের সময় যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘১২ মে দুই পক্ষের মধ্যে আবারও আলোচনা হয়। সেখানে যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১৪ মে আবারও আলোচনা হলে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে, হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও।
এ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকি সংঘাতে রূপ নিয়েছে। গত ৬ মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
এরপর ১০ মে ভোরে ফের পাকিস্তানের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল্লি। এর জবাব দিতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ। ব্যবহার করা হয় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র।
পারমাণবিক শক্তিধর দুই দেশের চরম উত্তেজনার মধ্যে ১০ মে বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সম্মতির কথা জানান।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh