বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৬ মে ২০২৫
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ আর সাকিব লাহোর কালান্দার্সের হয়ে অংশ নিতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় দিল্লির সব ম্যাচে খেলার ছাড়পত্র পাচ্ছেন না এই কাটার মাস্টার। বিসিবি তাকে শুধুমাত্র দিল্লির শেষ দুই ম্যাচে খেলার অনুমতি দিয়েছে।
বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, সে এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে। বোর্ডের নিয়ম অনুযায়ী, কেউ জাতীয় দলে থাকলে তাকে ছাড়পত্র দেয়া হয় না। তাই সে সিরিজ শেষ করে বাকি ম্যাচ খেলার ছাড়পত্র পাবে।
বাংলাদেশ দল ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজ শেষ হলে মুস্তাফিজ ২১ মে মুম্বাই ইন্ডিয়ানস ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন। তবে দিল্লি যদি প্লে-অফে পৌঁছে, তাহলে মুস্তাফিজের অংশগ্রহণ এখনও অনিশ্চিত, কারণ ২৭ মে থেকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh