বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
একটি নতুন জাতীয় জরিপে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রে প্রতি দশজন অভিবাসীর মধ্যে ছয়জন (৬১%) দেশে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বা ভীত বলে মনে করেন।
এর কারণ হিসেবে বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং চলমান অভিবাসীদের ধরপাকড়ের ঘটনাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। দ্যা ল্যাটিন টাইমস প্রকাশিত সংবাদে বলা হয়, উদ্বেগ কেবল অনিবন্ধিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া এবং আইনি বৈধতা থাকা ভিবাসীদের মধ্যেও ভীতি বাড়ছে। কেএফএফ নামের একটি সংগঠন ২০২৪ সালে এ জরিপ পরিচালনা করে।
ওই জরিপের প্রতিবেদন অনুযায়ী, অভিবাসী উত্তরদাতাদের মধ্যে ৪১ শতাংশ মনে করেন, তারা কিংবা তাদের পরিবারের কোনো সদস্য আটক বা বিতাড়নের শিকার হতে পারেন। উদ্বেগে থাকার এ সংখ্যা ২০২৩ সালে জরিপের সংখ্যার চেয়ে ১৫ শতাংশ বেশি।
জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ বৈধ অভিবাসীদের মধ্যেও এ উদ্বেগ দেখা গেছে। এ ছাড়া নাগরিকত্ব পাওয়া উত্তরদাতাদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ একই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান। জরিপ প্রতিবেদন অনুযায়ী, অভিবাসীদের এক-তৃতীয়াংশ জানিয়েছেন, অভিবাসন সংক্রান্ত ভীতি তাদের স্বাস্থ্য কিংবা সুখের ওপর প্রভাব ফেলছে।
তাদের মধ্যে চাপ, অনিদ্রা কিংবা খাবারে অনীহা দেখা গেছে। অংশগ্রহণকারী সব অভিবাসীর ১৩ শতাংশ এবং বৈধভাবে বসবাস করা অভিবাসীদের ২০ শতাংশ জানিয়েছেন, অভিবাসনের অবস্থা প্রকাশ হওয়ার ভয়ে তারা কাজে যাওয়া, কমিউনিটির কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ কিংবা স্বাস্থ্যসেবা নিতে যাওয়ার মতো প্রাত্যহিক কাজ এড়িয়ে চলছেন।
Posted ১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh