বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
আফ্রিকান বংশোদ্ভূত নগোজি ওকোঞ্জো-আইওয়েলা বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী প্রধান হচ্ছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেকে প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের আগের অবস্থান থেকে সরে আসার পর তিনি এই পদের দায়িত্ব পাচ্ছেন। খবর সিএনএনের।
বিবৃতির মাধ্যমে ওকোঞ্জো-আইওয়েলার প্রতি নিজেদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব ব্যাংক ও নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয়ে তাঁর কাজের অভিজ্ঞতার প্রশংসা করা হয় বিবৃতিতে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওকোঞ্জোর প্রার্থিতা আটকে দিয়েছিল। এর ফলে কয়েক মাস ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী নেতৃত্ব নিয়ে সংশয় তৈরি হয়। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো মাইয়ুং-হি ছিলেন চূড়ান্ত আট প্রার্থীদের একজন। কয়েক মাসের কূটনৈতিক চাপের পর গত শুক্রবার তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। ওকোঞ্জো-আইওয়েলা জানিয়েছেন, তিনি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য মুখিয়ে আছেন। তিনি বলেন, একসঙ্গে কাজ এগিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভের কার্যালয় জানায়, তারা ওকোঞ্জো-আইওয়েলার সঙ্গে কাজ করতে প্রস্তুত।
Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh