বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১১ এপ্রিল ২০২১
ছবি : সংগৃহীত
রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে আগামী ১৭ এপ্রিল স্থানীয় সময় ৩টায়। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনার কারণে শেষকৃত্যে খুব বেশি লোকসমাগম না করার সিদ্ধান্ত নিয়েছে বাকিংহ্যাম প্রাসাদ। আর এ জন্যই এই অনুষ্ঠানে থাকতে পারছেন না বরিস জনসন। খবর বিবিসির।
স্বাস্থ্যবিধি মেনে মাত্র ৩০ জন মানুষ উপস্থিত থাকবেন ফিলিপের শেষকৃত্যে। তবে পুরো অনুষ্ঠানটি অনলাইনে ও টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রিন্স ফিলিপের সন্তান, নাতি-নাতনি এবং তার পরিবারের ঘনিষ্ঠ লোকজনরাই শুধু উপস্থিত হওয়ার সুযোগ পাবেন এতে।
আর শেষকৃত্য অনুষ্ঠিত হবে উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলে। যেহেতু খুবই সীমিতসংখ্যক মানুষের উপস্থিতিতে শেষকৃত্য হচ্ছে, তাই জনসাধারণকে অনুষ্ঠানস্থলে না আসতে বলা হয়েছে।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ গত ৯ এপ্রিল ৯৯ বছরে মারা যান। ডিউকের শেষ ইচ্ছানুযায়ী তার শেষকৃত্য রাষ্ট্রীয় পর্যায়ে হবে না; বরং রাজপরিবারের আনুষ্ঠানিক রীতি অনুযায়ী হবে।
Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১১ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh