বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৯ মে ২০২৩
ছবি : সংগৃহীত
চলতি মাসেই আংটিবদল করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। শিগগির সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। বাগদান পর্বের অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছিল মুম্বইয়ের বান্দ্রায় পরিণীতির বাড়ি। ফুল ও আলোকসজ্জায় ভরে উঠেছিল দিল্লিতে রাঘবের কপূরথলা হাউসও। তবে বাগদানের পরে এবার বিয়ের পরিকল্পনা শুরু করেছেন পরিণীতি ও রাঘব।
শোনা যাচ্ছে, বড় বোন প্রিয়াঙ্কার মতোই পরিণীতিও বিয়ে করবেন রাজস্থানের কোনও এক রাজপ্রাসাদে। এই বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই সাত পাকে বাঁধা পড়বেন তারা। কিন্তু কোন রাজমহলে বিয়ে করবেন পরিণীতি, তার খোঁজেই শনিবার রাজস্থানের উদয়পুরে যান অভিনেত্রী। উদয়পুরের কিষানগড়ে গিয়েছেন তিনি। যদিও উদয়পুরে তিনি একাই গেছেন তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই তার সঙ্গে যোগদান করবেন রাঘব।
জিনিউজের খবরে জানানো হয়, উদয়পুরের পর জয়পুরও যাওয়ার কথা রয়েছে পরিণীতির। শনিবার উদয়পুরে পৌঁছেই তিনি এয়ারপোর্ট থেকে সোজা যান উদয়বিলাসে। সেখান থেকেই লীলা প্যালেসে যান অভিনেত্রী। কোন প্যালেসে বিয়ে করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে উদয়পুর ট্যুরিজম ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টরের সঙ্গেও কথা বলেন পরিণীতি চোপড়া।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh