বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৫ মে ২০২১
অ্যাঞ্জেলিনা জোলি
বয়স বাড়লে অভিনয়শিল্পীরা ক্যামেরার সামনে থেকে পেছনেই বেশি কাজ করেন। মন দেন পরিচালনা বা প্রযোজনায়। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও তেমনটাই করেছিলেন। ২০১৪ সাল থেকে অভিনয় কমিয়ে পরিচালনা শুরু করেন। সেই সময় আরেক হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ‘সুখের সংসার’ বেঁধেছিলেন জোলি।
সেই সংসারে ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, ভিভিয়েন ও নক্স এই ছয় সন্তান। তাদের দাম্পত্য জীবন ভেঙে যায় ২০১৬ সালে। সন্তানরা আছে জোলির সঙ্গে; শুধু নেই পিট। বিয়ে বিচ্ছেদের পর অভিনয় চালিয়ে যাওয়া ‘অসম্ভব’ বলেই ধরে নিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু পরিবারের জন্য আবারও অভিনয়ে ফিরেছেন বলে জানান জোলি।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh