বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
ছবি : সংগৃহীত
জেরুসালেমে নামাজ আদায়রত মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের পরিচালিত গণহত্যার প্রতিবাদে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থনে আগামী ২৯ মে শনিবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিনিদের সমর্থক ও বিভিন্ন ইসলামিক সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে এ বিক্ষোভ প্রদর্শনের ডাক দেয়া হয়েছে। সমগ্র যুক্তরাষ্ট্র থেকে প্রতিবাদকারীরা এতে অংশগ্রহণ করবেন। ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকার একজন মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিউইয়র্ক সিটি থেকে ২০০ বাস ভর্তি বিক্ষোভকারী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। জ্যামাইকা, জ্যাকসন হাইটস ও ব্রুকলিন থেকে বাসগুলো ২৯ মে সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করবে। নিউইয়র্ক স্টেটের অন্যান্য স্থান এবং অন্যান্য স্টেট থেকেও বিক্ষোভকারীরা সমবেত হবেন।
সিভিল সোসাইটি অব নিউইয়র্কের প্রতিবাদ সমাবেশ
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরে। গাজায় নির্বিচারে বিমান হামলা, শিশু এবং নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে নিউইর্য়কের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন “সিভিল সোসাইটি নিউইর্য়ক” প্রথম বিক্ষোভ করলো। গত ১৯ মে স্থানীয় সময় সন্ধ্য্য ৭টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রতিবাদে ঘাতক দালান নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী যুক্তরাষ্ট্র শাখা, গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রোগেসিভ ফোরামসহ বিভিন্ন রাজনৈকি-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে চলমান সংঘাত বন্ধের দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তির্পূণ পরিবেশ ফিরে আনতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।বক্তব্য করেন প্রোগেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, যুক্তরাষ্ট্র উদীচীর সভাপতি জীবন বিশ্বাস, ’৯০-এর ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় ছাত্র নেতা শাহাব উদ্দিন, ঘাতক দালান নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ফাহিম রেজা নুর ও স্বীকৃতি বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ, ঢাকা গণজাগরণ মঞ্চকর্মী সৈয়দ জাকির আহমেদ রনি, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাচ্চু, সাবেক ছাত্র নেতা সামাদ চৌধুরী এবং আয়োজকদের পক্ষে সনজীবন কুমার ও তোফাজ্জল লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুজাহিদ আনসারী।
সমাবেশে উপস্থিত ছিলেন- মাহমুদা বেগম মনি, দর্পন কবীর, শাহ্ জে, চৌধুরী, কানু দত্ত, মোহাম্মদ আবুল কাশেম, বিশ্বজিৎ সাহা, মুজিবুর রহমান, দরুদ মিয়া রনেল, মোফাজ্জল হোসেন, শফিউল আজম, শাজাহান মিয়া প্রমুখ।
Posted ১:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh