বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
ছবি : সংগৃহীত
গত ১০ মার্চ সন্ধ্যায় কলকাতায় বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২২’ প্রদান করা হয়েছে। নাচেগানে মুখর ছিল এই অনুষ্ঠান। তৃতীয়বারের মতো এবারের আয়োজনে নজর কেড়েছেন জয়া আহসান।
তিনি ‘ঝরা পালক’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পুরস্কার পাননি। তিনি গত তিনটি আসরেই সেরা অভিনেত্রী হিসেবে এই পদক জয় করেছেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় বিজয়ীদের।
এবারের আয়োজনে যৌথভাবে সমালোচকদের বিচারে সেরা ছবি হয়েছে ‘আ হোলি কন্সপিরেসি’ ও ‘অভিযান’। শৈবাল মিত্র পরিচালিত ‘আ হোলি কন্সপিরেসি’তে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তিন গুণী অভিনয়শিল্পীকে। একদিকে কলকাতার সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে নাসিরউদ্দিন শাহ। আবার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে বাংলাদেশের পার্থপ্রতিম মজুমদারকে।
অন্যদিকে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে ‘অভিযান’। বায়োপিক নির্মাণ করেছেন পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বায়োপিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুবক বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত।
Posted ১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh