বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৬ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে লাল গালিচায় হেঁটেছিলেন আলিয়া। সেখান থেকেই জল্পনার শুরু। কান-এ ‘উইমেনস্ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানির সিকুইনড গাউন পরেছিলেন এ অভিনেত্রী।
গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও বেছে নিয়েছিলেন বিশেষ ধরণের অ্যাকসেসরি। কিন্তু এ পোশাকে নাকি ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতোদর। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি ঠিক চোখে পড়ে যায় অনুরাগীদের। আর এ বার আলিয়াকে দেখা গেল মুম্বইয়ের বান্দ্রায় এক ক্লিনিকে।
রোববার মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আলিয়া। ঢিলেঢালা পোশাক, টুপি ও দ্রুত গাড়িতে ওঠার ভঙ্গিতে অনেকেই সন্দেহ করছেন তিনি হয়তো আবারও অন্তঃসত্ত্বা।
গত কয়েক দিন ধরেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে। যদিও অভিনেত্রী এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন।’ তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা।
২০২২ সালের ১৪ এপ্রিল প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিয়ে। একই বছর নভেম্বর মাসে জন্ম নেয় তাদের কন্যাসন্তান রাহা কপুর।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh