নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
বক্তব্য রাখছেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ। পাশে অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্তকানাডার টরন্টো সিটিতে অনুষ্ঠেয় তিনবিনব্যাপী ৩৭তম ফোবানা কনভেনভেনশনের প্রস্তুতি পুরোদমে চলছে। এ উপলক্ষে গঠন করা হয়েছে হয়েছে ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদ। গত বুধবার সন্ধ্যায় গোল্ডেন এজ হোমকেয়ার অফিসে অনুষ্ঠিত ফোবানা স্টিয়ারিং ও কনভেনশন কমিটির যৌথ সাংবাদিক সম্মেলনে কনভেনশনের প্রস্তুতি ও কমিটি গঠন প্রসঙ্গ আলোচনা করেন ফোবানা নেতৃবৃন্দ। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ।
টরন্টো সিটির ‘দ্য শেরাটন সেন্টার টরন্টো হোটেলে’ এ কনভেনশন অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে টরন্টোর সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর মাইকেল থমাস আনুষ্ঠানিকভাবে কনভেনশন উদ্বোধন করবেন। ফোবানার মূল অনুষ্ঠান শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি প্রদান করেছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সালমা জাহিদ এমপি। অনুষ্ঠানে বাংলাদেশী ও বিদেশি অতিথিরা বক্তব্য রাখবেন। শনি ও রোববার বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি, আর্থ সামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পৃথক পৃথক কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। কনভেনশনের প্রতিপাদ্য ‘প্রবীণের অহংকার তারুণ্যের জয়গান’।
কনভেনশনের সার্বিক দায়িত্ব পালনে গঠিত ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদে যারা রয়েছেন, তারা হচ্ছেন-
চেয়ারম্যান: মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর: আব্দুল আজাদ, মেম্বার সেক্রেটারি: রিমন ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক: ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান, চীফ কনসালটেন্ট: মাহবুব রব চৌধুরী, চীফ এডভাইজার: নজরুল ইসলাম মিন্টো, চীফ কো-অর্ডিনেটর: আহমেদ হোসেন। এছাড়া পুরো কনভেনশনের দেখভাল করছেন ফোবানার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলী ইমাম, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজি আজমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কনভেনশনের সাংস্কৃতিক পর্বে যেসব শিল্পী অংশগ্রহণ করবেন, তারা হচ্ছেন; এস আই টুটুল, বালাম, রিজিয়া পারভিন, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, লাবনী, একে আজাদ, খোন্দকার ইসমাইল ও ফরহাদ আদনান প্রমুখ। এছাড়াও নিউইয়র্কের নৃত্য শিল্পীরা বিশেষ নৃত্যনাট্য পরিবেশন করবেন। নৃত্যানুষ্ঠানের বিশেষ “আর্কষন চন্দ্রা ব্যানার্জি ট্রুপ”।
টরেন্টোসহ কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের সম্মেলনে অংশগ্রহনকারি শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে বলা হয় যে, বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনালালন ও তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই ফোবানার মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ফোবানা কনভেনশনে যোগদান করে স্বচ্ছ ও বাস্তব ভিত্তিক কর্মকান্ড পরিচালনা ও নেতৃত্ব প্রদানে যারা ভূমিকা রাখছেন তাদেরকে অবদান তুলে ধরার আহবান জানান সাংবাদিকদের প্রতি।
Posted ৩:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh