ক্রীড়া ডেস্ক : | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০
জুন ২০১৯ থেকে মে ২০২০ সালের মধ্যে বিশ্বে যত সেলিব্রেটি রয়েছেন, তাদের একটি তালিকা করেছে ফোর্বস। ‘হায়েস্ট পেইড ফুটবলার’ হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো শীর্ষে রয়েছেন। বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি আছেন দ্বিতীয় স্থানে। ১ মিলিয়ন ডলারের (ইউএস ডলার) পার্থক্য অবশ্য। রোনালদো ১০৫ মিলিয়ন ও মেসি এই সময়কালে পেয়েছেন ১০৪ মিলিয়ন ডলার। ক্রীড়াবিদদের মধ্যে রজার ফেদেরার ১০৬ মিলিয়ন ডলার নিয়ে শীর্ষে রয়েছেন। এই মৌসুমে রোনালদোই শীর্ষে থাকছেন।
রোনালদো ও মেসি দীর্ঘদিন ধরে ক্যারিয়ারে লড়াই করেছেন। দুজন সমানভাবেই বিখ্যাত। এক যুগের বেশি সময় ধরে তারা গোল ও ট্রফি অর্জন করে চলেছেন। আয় ও বেতন অথবা পারিশ্রমিকেও তাদের লড়াই চোখে পড়ার মতো। একেবারে গা-ঘেষে রয়েছেন আয়ের ক্ষেত্রেও।
সেলিব্রেটিদের যে তালিকা রয়েছে, সেখানে ফেদেরার তৃতীয়, রোনালদো চতুর্থ ও লিওনেল মেসি রয়েছেন পঞ্চম স্থানে। আবার ফেদেরারের চেয়ে রোনালদোর ব্যবধানও সেই ১ মিলিয়ন ডলারই। কাইল জেনার, যিনি যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব, মডেল ও ব্যবসায়ী। তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন ৫৯০ মিলিয়ন ডলার নিয়ে।
রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ২০০ মিলিয়ন ফলোয়ার। সেখানে তার আয় প্রায় ৪৮ মিলিয়ন ডলার। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে ৬৪ মিলিয়ন ডলার চুক্তি প্রতিবছর। এ ছাড়া বেতন ও স্পন্সর থেকে বাকি অর্থ চলে আসে।
ফোর্বসের সেরা ১০ (ইউএস ডলার)
কাইল জেনার : ৫৯০ মিলিয়ন
কেনেই ওয়েস্ট : ১৭০ মিলিয়ন
রজার ফেদেরার : ১০৬ মিলিয়ন
ক্রিশ্চিয়ানো রোনালদো : ১০৫ মিলিয়ন
লিওনেল মেসি : ১০৪ মিলিয়ন
টাইলার পেরি : ৯৭ মিলিয়ন
নেইমার : ৯৫.৫ মিলিয়ন
হাওয়ার্ড স্টের্ন : ৯০ মিলিয়ন
লেবরন জেমস : ৮৮.২ মিলিয়ন
১০. ডোয়াইন জনসন : ৮৭.৫ মিলিয়ন।
ফুটবলারদের মধ্যে সেরা ৪
১. ক্রিশ্চিয়ানো রোনালদো : ১০৫ মিলিয়ন
২. লিওনেল মেসি : ১০৪ মিলিয়ন
৩. নেইমার : ৯৫.৫ মিলিয়ন
৪. মোহামেদ সালাহ : ৩৫.১ মিলিয়ন।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh