বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৯ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত
ফ্রান্সে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির রাজধানী প্যারিস এক মাসের জন্য লকডাউনে যাচ্ছে। বিবিসির খবর বলছে, ফ্রান্সের ১৫টি এলাকার দুই কোটি ১০ লাখ মানুষকে ১৯ মার্চ (শুক্রবার) মধ্যরাত থেকে এই বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে।
এমন এক সময় এই তৃতীয় ঢেউ এসেছে, যখন ধীরগতির টিকাদান কর্মসূচি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফরাসি সরকারকে। শুক্রবার থেকে ফের অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু করবে দেশটি। যদিও এরআগে রক্তজমাট বাঁধার খবরের পর ইউরোপের অনান্য দেশের সঙ্গে এই টিকা দেওয়া স্থগিত রেখেছিল তারা।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স আশ্বাস দিয়ে বলেছেন, এবারের লকডাউন আগেরবারের মতো খুব একটা কঠোর হবে না। ইউরোপের এ দেশটিতে এখন ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। ২৪ ঘণ্টায় দেশটি ৩৫ হাজারের বেশি নতুন রোগী পেয়েছে বলে গত ১৮ মার্চ কর্তৃপক্ষ জানিয়েছে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh