নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
প্রবাসের অন্যতম সংগঠন প্রবাসী বরিশাল বিবাগীয় কল্যাণ সমিতি, ইউএসএ ইন্ক এর নির্বাচন ২০২১-২২ গত ২৬ ডিসেম্বর রোজ শনিবার অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। নির্বাচন কমিশনারগণ যাচাই বাচাই পূর্বক কোন পদে একাদিক প্রার্থীর নমিনেশন জমা না দেওয়ায় আলম-নাসির পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত ঘোষনা করেন।
আলম-নাসির পরিষদের নির্বাচিত কার্যকরী পরিষদ নিম্নরুপ: সভাপতি- মোহাম্মদ শাহ আলম, সহ সভাপতি যথাক্রমে – মো: এস ইসলাম মামুন, মাসুদ হোসেন, মঞ্জুর মোর্শেদ, মো: মশিউর রহমান, মো: এনায়েত হোসেন ও ডা: সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক- মো: রুহুল আমিন নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক – একেএম মামুনুর রশিদ ও মো: মিজানুর রহমান (সুমন), সাংগঠনিক সম্পাদক- জাকির হোসেন লিটন, কোষাধ্যক্ষ- মো: মহসিন, দপ্তর সম্পাদক- এমডি রুবেল গাজী, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক- নাহিদ হায়দার (আশিক), সাংস্কৃতিক সম্পাদক- জেছমিন বেগম, ক্রীড়া সম্পাদক- ফারদীন রেজা রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক- শিরিন কামাল, শিশু-শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক- পারুল আক্তার (বকুল আলী), কার্যকরী সদস্য- মো: আল আমিন, মো: খালেদ হোসেন, মো. বেলায়েত হোসেন, বিশ^জীত কে পলাশ, মো: মাজহারুল ইসলাম মিরন, মো: আ: রব, মাসুদ আহম্মেদ, মো: রাসেদ মিলন, মো: ফিরোজ আহম্মেদ রবিন, খান এইচ আলম ও এ্যাড. রেজবুল কবির।
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh