বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
ছবি : সংগৃহীত
পুরাতন জরাজীর্ণ-গ্লানিকে পেছনে ফেলে বছর ঘুরে আবারও বৈশাখ এলো দ্বারে। নতুন বছর, নতুন ভোর, নতুন আশা- সব নতুনের আহ্বানে এলো ১৪৩২; বাংলা নববর্ষ। সোমবার সূর্য ওঠার পর থেকেই রাজধানী ঢাকার রাজপথ উৎসবমুখর হয়ে ওঠে।
লাল পাঞ্জাবি পরা পুরুষ ও সাদা-লাল শাড়িতে দেখা মেলে নারীদের। গালে-হাতে আলপনা, মাথায় ফুলের টায়রা ও সাজসজ্জায় নগরীকে রঙিন করে তোলেন তরুণীরা।
ঢাকার মতো সারা দেশে উৎসব-উদ্দীপনায় বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। জেলায় জেলায় বিভিন্ন প্রাঙ্গণে বসেছে মেলা। নাগরদোলা, বায়স্কোপ, পুতুল নাচের ব্যবস্থাও করা হয়েছে কোনো কোনো মেলায়। কোথাও আবার শিশুদের জন্য চিত্রাঙ্কণসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন বছরকে ঘিরে দেশজুড়ে উচ্ছ্বাসের জোয়ার বইছে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh