বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। দুর্দান্ত অভিনয় দিয়ে নিজের জায়গাটা আলাদা করে চিনিয়েছেন তিনি। ‘ঠোঁটকাটা’ হিসেবেও তার বেশ পরিচিতি আছে। বেফাঁস কথা বলে বিপাকেও পড়েছেন বহুবার। সম্প্রতি প্রিয়াংকা চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জকে আক্রমণ করে নতুন একটি ভিডিও আপলোড করেছেন বলিউডের এই ‘কুইন’।
তিনি বলেন, ‘আমার দেশপ্রেম নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কিন্তু প্রিয়াংকা ও দিলজিতের মতো মানুষের দিকে আঙুল তোলা হয় না কেন? আমি চাই, তাদের উদ্দেশ্য আর নীতি নিয়েও প্রশ্ন উঠুক।’ ভিডিওটি প্রকাশের পরই নানান জায়গা থেকে ধর্ষণের হুমকি পাচ্ছেন কঙ্গনা।
কৃষক আন্দোলন নিয়ে তিন-চার সপ্তাহ ধরে উত্তাল ভারত। নতুন কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দিল্লির রাস্তায় জড়ো হয়েছেন। পাঞ্জাব ও মুম্বাইয়ের তারকাদের একাংশ কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন। সেই প্রতিবাদকে ‘দেশদ্রোহী’ কার্যকলাপ বলে উল্লেখ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা। এর পর থেকে অনলাইনে নানাভাবে বকা খাচ্ছেন তিনি। এমনকি দিলজিৎ এবং তার মধ্যে বাগযুদ্ধও শুরু হয়ে গেছে। এ নিয়ে আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন ‘কুইন’ ছবির এই অভিনেত্রী।
Posted ৫:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh