নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
অভিষেকে অতিথি ও নেতৃবৃন্দ।
বাংলাদেশি আমেরিকান সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয় এই সম্মাননা প্রদান করা গত ২১ মে রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে । অভিষেক অনুষ্ঠানে সভাপত্বি করেন সংগঠনের বর্তমান ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিন মেহেদী, নির্বাহী পরিচালক মিয়া মো. দুলাল এবং সংগঠনের ভলান্টিয়ার ও কমিউনিটি বোর্ড মেম্বার আহনাফ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর ছিল সম্মাননা পর্ব।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিতে অবদানের জন্য প্রাচীনতম পত্রিকা ঠিকানা,নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমার, ইউএজে প্রেসিডেন্ট ডোনাল্ড হং, দ্য অপটিমিস্টস, টাইম টেলিভিশনসহ আরো ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ঠিকানা পরিবারের পক্ষে বার্তা সম্পাদক শহীদুল ইসলাম সম্মাননা স্মারক গ্রহণ করেন। নিউইয়র্ক অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার তার হাতে স্মারক তুলে দেন। এসময় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি এবং হেড অব চ্যান্সেরি ইসমত জাহান, ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীসহ অন্যান্য অতিথি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফা রাজকুমার, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি এবং হেড অব চ্যান্সেরি ইসমত জাহান, ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, নিউইয়র্ক সিটির মেয়র অফিসের প্রতিনিধি সুকরানি, অভিষেক কমিটির আহ্বায়ক কাজী এম আর খান সেলিম, মেম্বার সেক্রেটারি শেখ আল-আমিন প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার বাংলাদেশি আমেরিকানদের মূলধারায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিউইয়র্ক স্টেট ও সিটিতে বাংলাদেশি আমেরিকানদের নেতৃত্ব দেওয়ার মত যোগ্যতা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটি অগ্রসরমান। তারা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। সাউথ এশিয়ান হিসাবে তিনি এজন্য গর্বিত বলে উল্লেখ করেন জেনিফার রাজকুমার। অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
Posted ৬:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh