নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের ভ্যাকসিন কর্মসূচি। ছবি : সংগৃহীত
কমিউনিটিতে সর্ব প্রথম কবিড-১৯ জনসন এন্ড জনসন সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এর কর্মসূচির আয়োজনের মাধ্যমে নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব কমুনিটির সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাস্থ্যই সকল সুখের মূল ,সাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির সকলের সুস্থতার লক্ষ্যে এবং পান্ডেমিক পরবর্তী এই ফ্রি ভ্যাকসিন কর্মসূচি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে বছরের প্রথম বিনামূল্যে কবিড -১৯ ভ্যাকসিন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ১৩ মার্চ ২০২১। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১২২ জন প্রবাসী বাংলাদেশী জনসন এন্ড জনসন সিঙ্গেল ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন।
বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের ভ্যাকসিন কর্মসূচি। ছবি : সংগৃহীত
নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে বিনামূল্যে ভ্যাকসিন কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আসিফ বারী ও ক্লাব সেক্রেটারি লায়ন আহসান হাবীব। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউ ইয়র্ক এর গভর্নর লায়ন রিকি ইটো ,পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মেদাদী সাই ও আমাদো সাই, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আব্দুর রহিম হাওলাদার ,ও ট্রেসারার লায়ন মুহাম্মদ আলী ,বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী লায়ন কাজী এ নয়ন ,এটর্নী ও কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট আট লার্জ লায়ন মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী লায়ন হারুন ভূঁইয়া, বিশিষ্ট ব্যাবসায়ী প্রিন্স ভাই ও আরো উপস্থিত ছিলেন কমুনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের ভ্যাকসিন কর্মসূচি। ছবি : সংগৃহীত
উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙ্গালীর সম্পাদক কৌশিক আহমেদ ,সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান,সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, আল জুম্মা ইন্টারফেইথ ম্যাগাজিন সম্পাদক ইমাম কাজী কাইয়ুম, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক লাভলু আনসার, ইউ এস এ নিউজ অনলাইন সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক মুহাম্মদ হোসেন, চ্যানেল আই যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, এ টি এন টিভির কানু দত্ত ও সাংবাদিক মুহাম্মদ হোসেন দিপু।
সহযোগিতায় ছিলেন পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ মতিউর রহমান ,পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ নাসিরুদ্দিন, লায়ন মোঃ রফিকুল ইসলাম ,লায়ন এ কে এম এ রশিদ ,লায়ন রকি আলিয়ান ,লায়ন সাইফুল ইসলাম, লায়ন রায়ান তাজ ,লায়ন ফাহাদ সোলাইমান, লায়ন ফেমড রকি, লায়ন আবুল কাশেম চৌধুরী,লায়ন মোঃ হেলাল উদ্দিন। লায়ন ডেইসি ইয়াসমিন, লায়ন মুস্তাফা অনিক রাজ, লায়ন আসাদ।
মূলধারার আমেরিকান কমুনিটি, নিউ ইয়র্ক বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি, ফিলিপাইন-আমেরিকান কমিউনিটি, জাপানিজ-আমেরিকান কমিউনিটি, স্প্যানিশ কমিউনিটি এবং নিউ জার্সি এবং সুদূর মেরিল্যান্ড থেকে এসেও লোকজন এই অতি জরুরি ভ্যাকসিন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। স্পনসর ওয়ালগ্রিনস ফার্মেসী ও তাদের রেজিস্টার্ড ফার্মাসিস্ট ও নার্সের মাধ্যমে এই ভ্যাকসিন কর্মসূচি সম্পন্ন হয়।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh