বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
ইন্টারনেটের গতি ও সুরক্ষায় বিশ্বের ১২১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮২তম, যা গত বছরের তুলনায় ৬ ধাপ নিচে।
বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি ভারতের তুলনায় ৭৩ শতাংশ পিছিয়ে। আর প্রতিবেশি দেশটির তুলনায় ব্রডব্যান্ডের গতি পিছিয়ে ৩১ শতাংশ। নেদারল্যান্ডসভিত্তিক সার্ফশার্কের ডিজিটাল কোয়ালিটি লাইফ সূচকের (ডিকিউএল) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় ডিকিউএল সূচকে বিশ্বের ১২১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৮২তম, যা গত বছরের তুলনায় ৬ ধাপ নিচে। ভারতের অবস্থান ২৫তম, যা গত বছরের তুলনায় ৭ ধাপ এগিয়ে। জাতিসংঘের ওপেন সোর্স ইনফরমেশন, বিশ্ব ব্যাংক এবং অন্য প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে নিজেদের প্রতিবেদনটি তৈরি করেছে ডিকিউএল। প্রতিবেদনটি তৈরি করতে পাঁচটি ইন্ডিকেটরস বা বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
ডিকিউএলের তথ্যমতে, বাংলাদেশের ফিক্সড ইন্টারনেটের গড় গতি ৫৩ এমবিপিএস এবং মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ২০ এমবিপিএস। এই সূচকে ফিক্সড ইন্টারনেটের গতির হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বর্তমানে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ফিক্সড ইন্টারনেটের গতি ৩০০ এমপিবিএস। মোবাইল ইন্টারনেটের গতির হিসেবে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে মোবাইল ইন্টারনেটের গতি ৩১০ এমবিপিএস। তালিকায় সবার শেষে থাকা দেশটির নাম ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মোবাইল ইন্টারনেটের গতি মাত্র ১০ এমবিপিএস। এক বছর আগের তুলনায় বাংলাদেশের ফিক্সড ইন্টারনেটের গতি ৪১ শতাংশ এবং মোবাইল ইন্টারনেটের গতি ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও বৈশ্বিক গড় গতির চেয়ে তা ৫ শতাংশ কম। সূত্র : ডিজিটাল কোয়ালিটি লাইফ
Posted ১২:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh