বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২১ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এসবার বাংলাদেশে শাখা খোলার আগ্রহ দেখিয়েছে। দেশটি এ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করতে ও ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন চালু করতে বাংলাদেশে তারা শাখা খুলতে চায় । খবর : রয়টার্সের
গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে শাখা খোলার বিষয়ে এসবার ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশে ব্যাংকের সঙ্গে দুইবার আলোচনায় বসেছে। ব্যাংকটি নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করা রুশ ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং সেবা চালুর সব শর্ত ও সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।
এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত প্রাথমিক দুই বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশে শাখা খোলার আইনি শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে ব্যাংকটি জানতে চেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি ব্যাংকের শাখা খুলতে যেসব তথ্য সরবরাহ করতে হবে, তার একটি তালিকা দ্বিতীয় দফার বৈঠকে এসবার ব্যাংককে জানানো হয়েছে। সেইসঙ্গে যেসব শর্ত আছে সেগুলোও বলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের শাখা খুলতে ব্যাংকিং নীতিমালা পরিপালনের পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সরকারও সম্পৃক্ত। এজন্য এসবার ব্যাংক কর্তৃপক্ষকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ঢাকার রুশ দূতাবাসের প্রেস অ্যাটাচে আমাতুলা খানোভা জানান, দূতাবাসের কাছে সংবাদমাধ্যমকে জানানোর মতো আনুষ্ঠানিক কোনো তথ্য এখন পর্যন্ত নেই। আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছালেই জানানো হবে।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh