বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
আতকিয়া হাসান দিশা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে তৃতীয় দিনে শুটিং ডিসিপ্লিনে ৩ এপ্রিল (শনিবার) দুটি ইভেন্টের স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। ২৫ মিটার র্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রায়েহানুল ইসলাম ও ৫০ মিটার রাইফেল (৩*৪০) মহিলা বিভাগের স্বর্ণ জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা।
২৫ মিটার র্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে ৪৯১ স্কোর করে স্বর্ণ জেতেন রায়েহানুল। কুমিল্লা রাইফেল ক্লাবের সেলিম আজাদ ৪৮০ স্কোর করে রানার আপ হন। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবকে ৪৬৮ স্কোর করে ব্রোঞ্জ এনে দিয়েছেন নুর হোসেন আরিফ।
৫০ মিটার রাইফেল (৩*৪০) মহিলা বিভাগের ১১২৩ স্কোর করে আতকিয়া হাসান দিশা স্বর্ণ পদক জেতেন। ১১ স্কোর কম করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরিয়া আকতার রৌপ্য জেতেন। ১১০৯ স্কোর করে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের নাফিসা তাবাসসুম ব্রোঞ্জ জেতেন।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh