নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক। গত ১৮ মার্চ ব্রঙ্কসের ইউনিয়ন রোড এলাকায় পার্কচেস্টার ফ্যামোল ফার্মেসির সামনে ‘ইকনা’র সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৭৯ (ব্রঙ্কস) এর সাবেক অ্যাসেম্বলিম্যান এরিক এ স্টেভেনসন, পার্কচেস্টার ফ্যামেলি ফার্মেসির স্বত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মিস্টার জি), সংগঠনের সহসাধারণ সম্পাদক মো. ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মোহাম্মদ হোসেন মোল্লা ও মো. রেজা খান, কমিউনিটি এক্টিভিস্ট শ্যামল কান্তি চন্দ, নজরুল চৌধুরী প্রমুখ। বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh