বাংলাদেশ অনলাইন | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্কের ২৫ বছর পূর্তি উৎসব আগামী ২৮ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ব্রঙ্কসের ১৪৫১ ইউনিয়নপোর্ট রোডস্থ গোল্ডেন প্যালেসে আগামী ২৮ জানুয়ারি রোববার বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানমালায় থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, স্মৃতিচারণ, আলোচনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সপরিবারে সবাইকে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া ও সাধারণ সম্পাদক মো. ইমরান আলী টিপু।
সার্বিক সহযোগিতায় রয়েছেন মোঃ নূরুল আহিয়া, জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, কাউছারুজ্জামান কয়েছ, শাহেদ আহমেদ, সেবুল খান মাহবুব, সৈয়দ ওয়াহিদ নাজিম, বশির খান, এ ইসলাম মামুন, মোশাহিদ চৌধুরী, সৈয়দ শারফিন মুর্শেদ, সৈয়দা এম, কবির, মখন মিয়া।
উপদেষ্টামন্ডলী: আব্দুর রব দলা মিয়া, আব্দুস শহিদ, আলমাস আলী, মোঃ হাসান আলী, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু কাউছার চিসতি, মো: শামীম মিয়া, আব্দুল গফফার খসরু, বোরহান উদ্দিন, মোঃ সোলায়মান আলী।
কার্যকরী কমিটি: সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি মোঃ আমিনুল হক চুন্নু, মনিকা ডি. মন্ডল, শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইমরান আলী টিপু, সহ-সাধারণ সম্পাদক আলী মিলন, কোষাধ্যক্ষ মোঃ বশীর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, আইন ও আন্তর্জাতিক সম্পাদক কাজিরুল ইসলাম, প্রচার সম্পাদক মছনুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ শাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলি রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক: আব্দুর রউফ পাশা, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ এস চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাদস্যিক সম্পাদক রুবেজ সিদ্দিক, মহিলা সম্পাদিকা নাজমা রহমান ইতি, কার্যকরী সদস্য আবিদ হোসেন মোল্লা, মোঃ আবু ফজর, শাহজাহান শফীক, হুমায়ুন কবির সোহেল, আনোয়ারুল আলম ভূঁইয়া, চৌধুরী এম মুমিত তানিম, সালাহ উদ্দিন, মোহাম্মেদ মাসুদ বেগ।
Posted ৭:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh