বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
দেশের সর্ববৃহৎ ইমিগ্রেশন অধিকার সংগঠনের আমব্রেলা সংগঠন ‘নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন গত সপ্তাহে এক বিবৃতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, সাইনটিটি লিডার চাক শ্যুমার এবং কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন, গত চার বছরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় ইমিগ্রেশন ব্যবস্থাকে যেভাবে তছনছ করে ফেলা হয়েছে তা গুছিয়ে সার্বজনীন মানবাধিকারের নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইমিগ্রেশন ব্যবস্থার ভুলগুলো শুধরানোর জন্য। কোয়ালিশনের নতুন এক ঘোষণায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমিগ্রেশন সংক্রান্ত তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এই ইস্যুটিকে আরও অগ্রাধিকার প্রদান করে ইমিগ্রেশন ব্যবস্থায় জোরাল ও কার্যকর সংস্কার সাধানের আহবান জানান হয়েছে। এর পক্ষে সোচ্চার ভূমিকা পালনের উদ্দেশ্যে নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন সিনেটর চাক শ্যুমারকে সামনে রেখে নিউইয়র্কের প্রত্যেক কংগ্রেসম্যানের কাছে তাদের দাবীর যৌক্তিকতা তুলে ধরবে এবং এ আন্দোলনে তারা ১০ লাখ ব্যয় করার কর্মসূচি গ্রহণ করেছে। ইমিগ্রান্ট পরিবারগুলো যাতে আরও অধিক সংখ্যায় তাদের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়তে পারে তার আগেই কোয়ালিশন এই লক্ষ্যে চাপ অব্যাহত রাখবে।
কোয়ালিশনের এই আন্দোলনে যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, সেগুলো হচ্ছে: ডাকা (ডেফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভ্যাল) কর্মসূচি কার্যকর করা, যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশের উপর সৃষ্ট বাধা দূর করা, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অবিলম্বে স্থগিত করা, ১১ মিলিয়ন আমেরিকান ইমিগ্রান্টের সিটিজেনশিপ দেয়ার পথে যে বাধাগুলো রয়েছে তা পর্যায়ক্রমে দূর করা। কোয়ালিশনের ইনটেরিম কো-এক্সিকিউটিভ ডাইরেক্টর মুরাদ আওয়াদেহ বলেছেন, বাস্তবতা হচ্ছে গত প্রায় ত্রিশ বছরের মধ্যে বর্তমান প্রেসিডেন্টকেই তার ক্ষমতায় থাকা অবস্থায় পরাজিত হতে হয়েছে এবং তার সম্ভব হয়েছে ইমিগ্রান্ট ভোটারদের মুখ্য ভূমিকা পালন করার মধ্য দিয়ে। নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন নতুন সিটিজেন ভোটারসহ সকল ইমিগ্রান্ট ভোটারের মধ্যে তাদেরকে জো বাইডেন ও কামালা হ্যারিস এবং অন্যান্য ডেমোক্রেটিক কংগ্রেসনালাল ও স্টেট এসেম্বলি প্রার্থীদের ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য যে ব্যাপক প্রচার অভিযান চালিয়েছিল এবার তার সুফল পাওয়া গেছে। এখন আমরা নতুন ডেমোক্রেটিক প্রশাসনের শপথের অপেক্ষা করলেও স্বস্থি লাভ করতে পারছি না, যখন আমাদের বহু পরিবার আমাদের নিকট থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। নতুন নেতৃত্ব ইমিগ্রান্ট কমিউনিটির সমস্যাগুলোকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে সেজন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh