বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
বাইডেনের বিজয় প্রত্যয়ন করা থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেড ক্রুজের নেতৃত্বাধীন ১১ জন সিনেটর। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের একদল সিনেটর জানিয়েছেন, তাঁরা নির্বাচনে জো বাইডেনের বিজয়ের প্রত্যয়ন করা (সার্টিফাই) থেকে বিরত থাকবেন। নবনির্বাচিত ও পুরনো মিলে মোট ১১ জন সিনেটর জানিয়ে দিয়েছেন, ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে কমিশন গঠন করা না হলে তাঁরা বাইডেনের জয় সার্টিফাই করবেন না। সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।
টেড ক্রুজের নেতৃত্বে ওই সিনেটররা তথ্য উপাত্তবিহীন অভিযোগ নিরীক্ষার মাধ্যমে বাইডেনের জয়ের প্রত্যয়ন প্রক্রিয়া ১০ দিন পিছিয়ে দিতে পারবেন। কিন্তু এতে ভোটের ফল বদলানোর সুযোগ তেমন একটা দেখা যাচ্ছে না। কারণ এই ১১ জন বাদে বাকি সিনেটররা ৬ জানুয়ারি ভোট সার্টিফাই করবেন বলে আশা করা হচ্ছে।
এক বিবৃতিতে ১১ জন সিনেটর বলেছেন, ‘নভেম্বরের নির্বাচন নিয়ে অভূতপূর্ব জাল ভোটার, নির্বাচনি আইন প্রয়োগের ঘাটতি এবং অন্যান্য অনিয়ম ঘটেছে।’
Posted ৭:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh