নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
বাগেরহাট জেলা সোসাইটির বনভোজন ইউএসএ ইনকের বনভোজন গত ৩০ জুন রোববার বেইজলী পন্ড পাক’ নিউইয়র্ক অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় অনুষ্ঠিত বাগেরহাট জেলা সোসাইটির বনভোজনে অতিথি ছিলেন জজ সোমা সাইদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদে খান, কমুনিটি ব্যক্তিত্ব এবিএম ওসমান গনি, ছদরুন নূর, রিয়েলেটর, আনোয়ার হোসেন, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, শাহ্ জে চৌধুরী, জাসির কবির, করিম চৌধুরী, রাব্বী সাইদ, মোঃ সিরাজুল ইসলাম, রিপন, গাজীপুর জেলা সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সোনালী ব্যাংকের সিইও, অবসর প্রাপ্ত মেজর জাহিদ সহ অনেকে।

সভাপতি লিটু চৌধুরী অনুষ্ঠানের কাযর্ক্রম উদ্বোধন করেন এবং সাধারণ সম্পাদ বাবুল হাওলাদার, আহ্বায়ক ফারুক তালুকদার, প্রধান উপদেষ্টা সৈয়দ আল আমিন রাসেল, প্রধান সমন্বয়কারী শেখ আনসার আলী, সদস্য সচিব রায়হান পারভেজ ,যুগ্ম অহ্বায়ক চয়ন মিস্তরী, সমন্বয়কারী স্বপন তালুকদার ও হ্যাপি চৌধুরী, যুগ্ন সদস্য সচিব রাসেল আবেদিন, সাবি’ক ব্যবস্থাপনায় মুরাদ খন্দকার, সিরাজুল ইসলাম,শাহ্ রহমান, শেখ মনিরুজ্জামান, জাকির হোসেন, নুরুল ইসলাম নান্নুসহ অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ছোট ছেলেদের ও মেয়েদের দৌড় প্রতিযোগিতা এবং বড় ছেলে ও মেয়েদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালের নাস্তাসহ দুপুরে সুম্বাদু খাবার সরবরাহ করেন মামাস্ রেস্টুরেন্ট জ্যাকসন হাইটস। তরমুজ, মজার চা ও চানাচুর মুড়ি ছিল মজাদার খাবার। কিছু সময় বৃষ্টির কারণে কাযর্ক্রম বিঘ্নিত হয়।
পরে র্যাফেল ড্র অনুষ্ঠানে ১০ টি আকর্ষণীয় পুরষ্কার। তারমধ্যে প্রধান ছিল স্বর্ণের চেন প্রথম পুরষ্কার। জজ সোমা সাইদ বড়দের দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন। প্রায় ৩৫০ জনের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও মুখরিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh