বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, সিটি কাউন্সিল নিউইয়র্কবাসীদের জন্য ১১২.৪ বিলিয়ন ডলারের বাজেট পাস করায় আমি গর্বিত বোধ করছি যে, আমরা আমাদের এই সিটির ভবিষ্যতের জন্য এবং নিউইয়র্ককে বিশ্বের সবচেয়ে সেরা সিটি হিসেবে গড়ে তোলার জন্য বিনিয়োগ করতে সক্ষম হবো। আমাদের সিটির আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী, যে কারণে আমরা প্রত্যাশার চেয়ে বেশি রাজস্ব আয় করতে সক্ষম হয়েছি, যা সিটির বিকাশে ব্যয় হবে।
তিনি বলেন, আমরা একটি সহযোগিতামূলক বাজেট পাস করেছি, যার ফলে নিউইয়র্কবাসীদের সবচেয়ে বেশি খরচ করতে হয়, এমন তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখ হয়েছে, যাতে তারা ওই খাতগুলোতে সাশ্রয়ী সুবিধা লাভ করেন। এই তিনটি খাত হচ্ছে; শিশু পরিচর্যা, স্বাস্থ্যসেবা এবং আবাসন। ৭.১ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতিসহ নজীরবিহীন চ্যালেঞ্জ মুখোমুখি হয়েও আমরা নতুন বাজেট পাস করেছি ভবিষ্যতের পানে তাকিয়ে।
তিনি এ প্রসঙ্গে গত দুই বছর ধরে সিটিতে আগত ইমিগ্রান্টদের উল্লেখ করে বলেন যে, একটি আন্তর্জাতিক মানবিক সংকট কাটিয়ে উঠার জন্য আমাদের সিটিকে ইতোমধ্যেই ৪.৯ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে এবং এজন্য আরও কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এর আগে আমরা কয়েক মিলিয়ন ডলারের স্বল্পমেয়াদী প্রনোদনামূলক কাজে অর্থ ব্যয় করেছি।
নিউইয়র্ক সিটির বাজেট কীভাবে কাজ করে, এ প্রসঙ্গে মেয়র এরিক অ্যাডামস কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ব্যয় বরাদ্দের উল্লেখ করে বলেছেন, আমরা শিশু শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পুরানো ৩-কে ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ হিসেবে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি, যা শ্রমজীবী পরিবারের জন্য সহায়ক হবে। চলতি অর্থবছরে স্কুলগুলোতে ১,৭০০টি নতুন আসন যুক্ত করার জন্য ২০ মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে।
আমরা নিশ্চিত করতে চাই যে আসনগুলো পূরণ করা হয়েছে এবং শিশু ও তাদের পরিবারগুলো এর পূর্ণ সদ্ব্যবহার করতে পারে। এছাড়া আনডকুমেন্টেড ইমিগ্রান্ট পরিবার, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেবাদানে ৮০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হবে।
মেয়র বলেন, এছাড়াও শিক্ষক নিয়োগ, পুনরুদ্ধারমূলক সুবিচার, কম্পিউটার সায়েন্স, আর্টস প্রোগ্রাম এবং স্বল্পমেয়াদী ফেডারেল প্রনোদনার মতো আরও কিছুর কর্মসূচিতে ইতিপূর্বে অর্থায়ন কর্মসূচিগুলোকে রক্ষার জন্য ৬০০ মিলিয়ন ডলারের বেশি দিয়ে আমরা আমাদের সরকারি শিক্ষাব্যবস্থার প্রতি আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছ। আমরা চাই আমাদের শিশুরা যাতে শিক্ষাবর্ষের শুরুতেই উপস্থিত থাকতে পারে তা নিশ্চিত করতে আমরা ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছি। আমরা জানি যে, স্কুলের দিন ফুরিয়ে গেলে তরুণদের মধ্যে আমাদের বিনিয়োগ শেষ হয় না। সেজন্য আমরা সামার রাইজিং, মিডল স্কুল সামার রাইজিং অংশগ্রহণকারীদের জন্য ফ্রাইডে প্রোগ্রামিং এবং কমিউনিটি স্কুলকে সহায়তা করার জন্য বর্ধিত দিনগুলোকে কাজে লাগাচ্ছি।
সামারে তরুণদের কাজের মাধ্যমে শেখার প্রবণতায় আমরা উৎসাহ বোধ করি। বয়স্ক ছাত্রদের জন্য আমরা মেডগার ইভার্স কলেজে কিউনি এসিই, কিউনি স্টেম, এবং ব্রুকলিম রিকভারি কোর এর মতো প্রয়োজনীয় প্রোগ্রামে অর্থায়ন করছি। আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং লাইব্রেরিগুলো সিটির সামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর জন্য ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করছি। তিনি আরো বলেন, সিটির জননিরাপত্তা সবসময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং আমরা নিউইয়র্কবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার অনেক উপায়ের একটি হল অবৈধ গাঁজা বিক্রি বন্ধ করা।
এই বাজেট সিটিতে গাঁজা বিক্রয়ের বৈধ দোকানগুলো চালু রেখে অবৈধ গাঁজা বিক্রয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আমরা কুইন্সে আমাদের ১১৬তম প্রিসিঙ্কটে কর্মীদের জন্য তহবিল সরবরাহ করার মাধ্যমে এবং নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির ৫৫টি ভবনে নিরাপত্তার জন্য তহবিল সংস্থান করেছি।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh