বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
প্রতীকী ছবি
নিউইয়র্কের বাড়ি মালিকরা সোলার এনার্জি ব্যবহার করলে ‘ক্লিন এনার্জি ফান্ড’ তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দান করবে এবং বিদ্যুৎ বিলের পরিমাণেও তারা নিয়মিত অর্থ সাশ্রয়ের সুযোগ পাবে। নিউইয়র্ক স্টেট আইনসভা সম্প্রতি ‘দ্য ক্লিন এনার্জি ফান্ড’ নামে একটি আইন পাস করেছে, যে আইনের আওতায় নবাংনযোগ্য জ্বালানি হিসেবে বাড়িমালিকদের সোলার প্যানেল স্থাপন ও ব্যাটারি স্টোরেজের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। নতুন এই কর্মসূচির অন্তর্ভূক্ত হলে বাড়িমালিকরা প্রতি মাসে বাড়ির আকার অনুযায়ী হাজার হাজার ডলার সাশ্রয় করতে সক্ষম হবেন এবং প্যানেল স্থাপনের জন্যও তাদেরকে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না।
এক সংবাদে বলা হয়েছে যে, সোলার প্যানেল স্থাপনের মেয়াদ, মেরামত এবং অন্যান্য সহযোগিতাও করবে ক্লিন এনার্জি ফান্ড। এজন্য বাড়িমালিকদের বাড়তি কোনো অর্থ ব্যয় করতে হবে না। বাড়িমালিকরা সোনাল প্যানেল বসানোর জন্য এনার্জি ফান্ডে আবেদন করলে সংশ্লিষ্ট কোম্পানি তাদের বাড়ি পরিদর্শন ও পর্যবেক্ষণের পর পরবর্তী গ্রহণীয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করবে। নিউইয়র্ক স্টেটের কোনো কোনো এলাকায় প্রচুর সূর্যালোক থাকে এবং বাড়িমালিকরা তাদের ছাদে বসানো প্যানেল থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবেন, তা যদি তাদের প্রয়োজনের চেয়ে বেশি হয়, তাহলে তারা তাদের বিদ্যুৎ সংযোগদানকারী বা সরবরাহকারী কোম্পানির কাছে সৌরবিদ্যুৎ বিক্রয় করতে পারবেন। তা থেকে বাড়ি মালিকরা বাড়তি অর্থ আয় করতেও সক্ষম হবেন।
বাড়ি মালিকরা যদি বিনামূল্যে প্যানেল স্থাপনের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হন, তাহলে তারা ফেডারেল ও স্টেট সরকার থেকে রিবেট লাভ করবেন, ট্যাক্স ক্রেডিটের সুবিধা পাবেন। আগ্রহীরা বিস্তারিত জানার জন্য solarpanelquotes.org ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh