বাংলাদেশ অনলাইন : | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
১৯৯২ সালে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার মুহূর্ত
অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত নয়, আচমকাই ঘটনাটি ঘটেছে বলে রায় দিয়েছে আদালত। এ কারণে মামলায় অভিযুক্ত সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলিমনোহর জোশীসহ ৩২ জনকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২৮ বছরের অপেক্ষা শেষে ৩০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে মামলার রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।
৩২ আসামির মধ্যে ২৬ জন অভিযুক্ত আদালতে উপস্থিত ছিল। করোনাভাইরাসের কারণে আসতে পারেননি উমা ভারতী, কল্যান সিং ও নৃত্যগোপাল। এছাড়া আদালতে আসেনি আদভানি, মুরলী মনোহর যোশীও।
সিবিআই’র ১৯৯৩ সালের অভিযোগপত্রের ভিত্তিতে এ মামলার রায় ঘোষণা হলো। ১৯৯২ সালে অযোধ্যায় প্রায় ৫শ’ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলে হিন্দু উগ্রবাদীরা। দাঙ্গায় প্রাণ যায় ৩ হাজার মানুষের।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh