বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বিক্রির জন্য সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে আলোচনা শুরু করেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে দলে পেতে বড় অঙ্কের এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আল-হিলাল। ১৩ আগস্ট (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা এক টুইটে এমনটাই জানিয়েছেন দলবদলের বাজারের বিশ্বাসযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
টুইটে তিনি বলেন, “নেইমার জুনিয়রের জন্য প্রস্তাব দিয়েছে আল হিলাল। সূত্র জানিয়েছে, প্রস্তাবটা বিশাল অঙ্কের।”
এদিকে ব্রিটিশ টেলিভিশন ক্রীড়া সম্প্রচার চ্যানেল স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের জন্য উল্লেখযোগ্য পারিশ্রমিক চায় পিএসজি। কারণ ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে নেইমারকে দলে টেনেছিল তারা।
ফাব্রিজিও রোমানো টুইট করার সঙ্গে সঙ্গেই ফ্রান্সের আরএমসি স্পোর্তের সাংবাদিক বলেছেন, “নেইমার আল-হিলালের সঙ্গে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে।”
সর্বশেষ টুইটে ফাব্রিজিও রোমানো বলেছেন, “নেইমার এবং আল হিলালের মধ্যেকার চুক্তি চূড়ান্ত পর্যায়ে অগ্রসর হয়েছে। তবে এখনও হয়নি। দুই দলই কাছাকাছি আছে।”
গত এক সপ্তাহ ধরে গুঞ্জন উঠেছিল আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যাবে নেইমারকে। ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা নিজেও আগ্রহী ছিলেন নেইমারকে পেতে। তবে কোচ জাভির আগ্রহ ছিল না। এই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল।
অনেক আগে থেকেই গঞ্জন শুরু হয়েছিল, নেইমার আর পিএসজিতে থাকতে চান না। পরবর্তীতে ক্লাবের কোচ হয়ে আসেন লুইস এনরিকে। তখন এই গুঞ্জন থেমে যায়। কিন্তু লুইস এনরিকে ৩১ বছর বয়সী নেইমারকে দলের মূল খেলোয়াড় হিসেবে ভাবেন না। আর পিএসজি চায় তরুণ একটি দল গঠন করতে। তাই তারা নেইমারকে বিক্রি করার জন্য উন্মুক্ত ছিল।
ধারণা করা হচ্ছিল, বার্সেলোনার সাবেক কোচকে পেয়ে নেইমার প্যারিস ছাড়ার কথা আর ভাবছেন না। কিন্তু পিএসজির এশিয়া সফর থেকে ফিরে নেইমার আনুষ্ঠানিকভাবে ক্লাবকে জানিয়ে দেন, তিনি আর থাকতে চান না। তখন তিনি বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।
এই গ্রীষ্মে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পেকে কেনার চেষ্টা করেছিল আল-হিলাল। গত ১১ আগস্ট এমবাপ্পে পিএসজিকে বলেছিলেন যে, তিনি এখন কোনো পরিস্থিতিতেই ক্লাব ছাড়তে চান না। তবে তখন ক্লাব তাকে ইঙ্গিত দিয়েছিল, তিনি দলের প্রথম স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন।
১২ আগস্ট লরিয়েন্টের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে নিজেদের মাঠে লিগ ওয়ানের শিরোপা রক্ষার মিশন শুরু করে পিএসজি। ম্যাচটি স্ট্যান্ডে বসে উপভোগ করেন এমবাপ্পে।
রবিবার এক বিবৃতিতে পিএসজি বলেছেন, “লরিয়েন্টের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি ও এমবাপ্পের মধ্যে ইতিবাচক ও গঠন মূলক আলোচনার পর আজ সকালে ক্লাবের দলের প্রথম অনুশীলনে এমবাপ্পেকে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh