নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
নিউইয়র্ক সিটির সাবওয়ে বা বাসে ওঠার সময় কেউ যদি মাস্ক পরতে অস্বীকার কওে বা না পরে তাহলে উক্ত ব্যক্তিকে ৫০ ডলার জরিমানা করা হবে। নিউইয়র্ক স্টেটের সেক্রেটারি অব স্টেট এবং এমটিএর চেয়ারম্যান প্যাট্রিক ফয়ে বৃহস্পতিবার এই নিয়ম ঘোষণা করেন। নিউইয়র্ক সিটি ট্রানজিটের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট ফারাজ ফাইনবার্গ এ প্রসঙ্গে বলেন, আশার কথা সাবওয়ে ট্রেনে বা বাসে বেশির ভাগ যাত্রীই মাস্ক পরেন। তাছাড়া এখন খুব দ্রুত যাত্রীর সংখ্যাও বাড়ছে।
তিনি বলেন, কিন্তু দুঃখজনক হলো কিছু যাত্রীকে অনুরোধ করা সত্বেও তারা মাস্ক পরতে অস্বীকার করে। এমনকি ট্রানজিট কর্মীরা তাদের মাস্ক দিলেও অনেকে পরতে চান না। অন্য যাত্রীদের জন্য এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে স্টেট ও এমটিএ কর্মকর্তাবৃন্দ। গভন^রর্ এ্যান্ড্র কুমো বলেন, যাত্রীর সংখ্যা বাড়ছে, তাই সোশ্যাল ডিসটেন্স মেনে চলা কষ্টকর হবে সাবওয়ে বাসে। কিন্তু অন্যেও নিরাপত্তার জন্য প্রত্যেকের মাস্ক পরা অপরিহার্য। সোমবার ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh