বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৯ মার্চ ২০২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ হয়। ছবি : সংগৃহীত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় গত ২৬ মার্চ সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত অন্তত ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ২৯ মার্চ (সোমবার) সকালে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৬ মার্চ পুলিশের কাজে বাধা, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। ওইদিন রাতেই মামলাটি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় ৫০০-৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ জুমার নামাজের পর বিক্ষিপ্তিভাবে এক দল মুসল্লি মোদিবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এসব তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে এবং মসজিদ প্রাঙ্গণে টিয়ারশেল নিক্ষেপ করে। মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে বেশ কিছু ইসলামি দল মোদিবিরোধী বিক্ষোভ করে আসছিলো। গত ২৫ মার্চ সমমনা ইসলামি দলগুলোর ব্যানারে বায়তুল মোকাররমে বিক্ষোভ হয়।
Posted ৭:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh